Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্ষোভে কংগ্রেস ছাড়লেন গুলাম নবী আজাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

ভারতের রাজনৈতিক দল কংগ্রেস ছাড়লেন গুলাম নবি আজাদ। কংগ্রেসের সব পদ থেকে ইস্তফা দিয়েছেন বর্ষীয়ান এই নেতা। গতকাল শুক্রবার কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীকে পাঁচ পাতার পদত্যাগপত্র দেন তিনি। পদত্যাগপত্রে ক্ষোভ প্রকাশ করে নবী আজাদ লেখেন, গোটা সাংগঠনিক নির্বাচনী প্রক্রিয়াই একটা প্রহসন। দেশের কোথাও সংগঠনের কোনো পর্যায়ের নির্বাচনই হয়নি। এরপরই কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীকে ইংগিত করে লেখেন, এই সব ঘটেছে, এর কারণ হলো গত আট বছরে যিনি নেতৃত্ব দিয়েছিলেন, তিনি একজন অপরিণত ব্যক্তিত্ব। এমনকি বিভিন্ন নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির জন্যও রাহুল দায়ী। দল ছাড়ার বিষয়ে গুলাম নবী বলেন, দেশের জন্য যা ভালো, তা করতে ব্যর্থ হয়েছে কংগ্রেস। কংগ্রেসের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্কের কথাও পদত্যাগপত্রে তুলে ধরেন এই নেতা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্ষোভে কংগ্রেস ছাড়লেন গুলাম নবী আজাদ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ