Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলবাড়ীতে কমিউনিস্ট লীগের প্রতিবাদ সভা

ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২০, ১২:০২ এএম

দিনাজপুরের ফুলবাড়ীতে বাংলাদেশের ইউনাইটেড কমিনিস্ট লীগ ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। লন্ডনে ফুলবাড়ী কয়লাখনি প্রকল্প নিয়ে এশিয়া এনার্জির ১০ মার্চ প্রতারণামূলক সাধারণ সভার ডাকার প্রতিবাদে গতকাল সোমবার দুপুর ১২টায় স্থানীয় নিমতলা মোড়ে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সমাবেশে বাংলাদেশের ইউনাইটেড কমিনিস্ট লীগ ফুলবাড়ী উপজেলা শাখার সম্পাদক সঞ্জিত প্রসাদ জিতু’র সভাপতিত্বে ও বিপ্লবী ছাত্র মৈত্রী ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দীলিপ রায়, বাংলাদেশ কৃষক ক্ষেত মজুর সমিতি জেলা শাখার সভাপতি আখতার আজিজ, বিপ্লবী ছাত্র মৈত্রী উপজেলা শাখার সভাপতি রাসেল আলম প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বর্তমান সরকারের উদ্দেশ্যে বলেন, রক্তে লেখা ৬ দফা ফুলবাড়ী চুক্তি বাস্তবায়ন ও আন্দোলনকারী নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, বিদ্যুতের অযৌক্তিক বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে, বিনামূল্যে সেচ বীজসহ কৃষি উপকরণ দিতে হবে, হাটবাজারে কৃষকের নিরাপত্তা নিশ্চিতসহ যাতায়াত, সাইকেল-ভ্যান স্ট্যান্ড, টয়েলেট সুবিধা নিশ্চিত করতে হবে, প্রতিটি ইউনিয়নে কৃষিপণ্য ক্রয় কেন্দ্র চালু করতে হবে, চাল, ডাল, তেল, পিঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য নিয়ন্ত্রণসহ স্বল্পমূল্যে রেশন চালু করতে হবে, সুদমুক্ত কৃষিঋণ চালু, ঋনের নামে এনজিও-মহাজনী শোষণ বন্ধসহ অর্পিত সম্পতি আইনের ক ও খ তফসিলভূক্ত জমি অবমুক্ত করণে হয়রানি বন্ধ করারও দাবি জানান।
বক্তারা আরও বলেন, ফুলবাড়ী কয়লা খনি নিয়ে বিভিন্ন সময় লুটেরা কোম্পানি এশিয়া এনার্জির ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণাসহ, বর্তমান আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসন রুখে দিয়ে জনগণের রাষ্ট্র-সরকার প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করার আহবান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ