মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দলীয় সংবিধান সংশোধন করবে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি। আগামী অক্টোবরের অনুষ্ঠিতব্য পার্টি কংগ্রেসে এই উদ্যোগ নেয়া হবে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, পাঁচ বছর পর আগামী মাসে ক্ষমতাসীন দলের নেতৃত্বের রদবদলের সময় দলীয় সংবিধান সংশোধন করা হবে। কিছু বিশ্লেষক বলছেন, নতুন উদ্যোগের মধ্য দিয়ে দলে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কর্তৃত্ব ও মর্যাদাকে আরও সুসংহত করা হতে পারে। শুক্রবার সিনহুয়া জানিয়েছে, পলিটব্যুরো পরিবর্তনগুলি নির্দিষ্ট না করেই শি জিনপিংয়ের সভাপতিত্বে এক বৈঠকে দলীয় সংবিধানের একটি খসড়া সংশোধনী নিয়ে আলোচনা হয়েছে। আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া কংগ্রেস তৃতীয় দফায় প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মেয়াদ আরও পাঁচ বছরের জন্য বাড়াবে বলে প্রতীয়মান হচ্ছে। এর মধ্য দিয়ে মাও সেতুং-এর পর চীনের সবচেয়ে শক্তিশালী নেতা হিসেবে নিজের অবস্থানকে আরও সংহত করার সুযোগ পাবেন শি জিনপিং। অপর এক খবরে বলা হয়, হিমালয়ের বিরোধপূর্ণ সীমান্ত এলাকা ছেড়ে যাচ্ছে চীনা ও ভারতীয় সেনারা। শুক্রবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয় বলছে, আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে উভয় দেশের সেনারা প্রত্যন্ত পশ্চিম হিমালয় সীমান্তের বিরোধপূর্ণ এলাকা ছেড়ে যাবে। লাদাখ সীমান্তে দুই দেশের সেনাদের রক্তক্ষয়ী সংঘর্ষের পর দুই বছরেরও বেশি সময় ধরে অচলাবস্থার পর শুক্রবার দিল্লির তরফে এমন ঘোষণা এলো। ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের মধ্যে কয়েক দফা আলোচনার পর দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এড়াতে সচেষ্ট হয় বেইজিং ও দিল্লি। এর অংশ হিসেবেই বিরোধপূর্ণ সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা আসে। চীনের তরফেও সেনা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আগামী সপ্তাহে উজবেকিস্তানে এক বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত থাকার কথা রয়েছে। রয়টার্স, এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।