Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হুবেইয়ের কমিউনিস্ট পার্টি প্রধানকে অব্যাহতি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

চীনের প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে হুবেই প্রদেশের কমিউনিস্ট পার্টির প্রধানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। হঠাৎ করেই রুদ্রম‚র্তি ধারণ করেছে চীনের প্রাণঘাতী করোনাভাইরাস। ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ২৪২ জন। মারা যাওয়া ওই ২৪২ জনের সবাই হুবেইপ্রদেশের। যা একদিনে মৃত্যুর আগের রেকর্ডের দ্বিগুণেরও বেশি।

এমন পরিস্থিতিতে ক্ষুব্ধ চীনা কমিউনিস্ট সরকার হুবেই প্রদেশের পার্টি প্রধানকে অব্যাহতির পাশাপাশি প্রাদেশিক কমিটির সেক্রেটারিকে দায়িত্ব থেকে সরিয়ে দেছে। এর পরিবর্তে সাংহাইয়ের সাবেক মেয়র ইয়িং ইয়োংকে দায়িত্ব দেয়া হয়েছে। এর আগে হুবেই প্রদেশের স্বাস্থ্য কমিশনের প্রধান ও এই কমিশনে নিয়োজিত কমিউনিস্ট পার্টির সম্পাদককেও অপসারণ করা হয়েছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ