Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিলিপাইনে কমিউনিস্ট গেরিলাদের অস্ত্রবিরতি

প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ফিলিপাইনের কমিউনিস্ট গেরিলারা রোববার থেকে সাত দিনের অস্ত্রবিরতি পালন করবে। নরওয়ের উদ্যোগে আয়োজিত আসন্ন শান্তি আলোচনাকে জোরদার করার জন্য তারা এই অস্ত্রবিরতি পালন করছে। বিদ্রোহীরা একথা জানিয়েছে। বিদ্রোহীরা এই অস্ত্রবিরতিটি পালনের জন্য ম্যানিলা সরকারের প্রতিও আহ্বান জানিয়েছে। প্রেসিডেন্ট রদরিগো দুতেরতে শুক্রবার কমিউনিস্ট পার্টি অব ফিলিপাইনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে মুক্তিদানের সিদ্ধান্ত নেয়ার পরই দলটি এই উদ্যোগ নেয়। এশিয়ার অন্যতম দীর্ঘস্থায়ী এই বিদ্রোহী তৎপরতার ইতি টানার লক্ষ্যে আলোচনার জন্য নরওয়ের রাজধানী অসলোতে উভয়পক্ষের মধ্যে বৈঠক হবে। গত সোমবার বৈঠকটি শুরু হবে। বৈঠকে উভয়পক্ষ একটি রাজনৈতিক মীমাংসায় পৌঁছতে পারবে বলে আশা করা হচ্ছে। ৩০ বছর ধরে আলোচনায় উভয় পক্ষ কোন সমঝোতায় পৌঁছতে পারেনি। সরকারের হিসেবে অনুযায়ী ৪৭ বছরের এই বিদ্রোহী তৎপরতায় ৩০ হাজার লোক প্রাণ হারিয়েছে। নরওয়ে উভয়পক্ষের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিলিপাইনে কমিউনিস্ট গেরিলাদের অস্ত্রবিরতি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ