Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

শুরু হলো লাক্স বোল্ডলি বিউটিফুল ক্যাম্পেইন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২০, ১২:০২ এএম

শুরু হয়েছে ‘লাক্স বোল্ডলি বিউটিফুল’ ক্যাম্পেইন। আন্তর্জাতিক কনজ্যুমার পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ-এর জনপ্রিয় পার্সোনাল কেয়ার ব্র্যান্ড ‘লাক্স’-এর আয়োজনে অনুষ্ঠিত এ ইভেন্টে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন ক্ষেত্রে কর্মরত সফল নারীগণ। লাক্স সবসময় নারীদের সৌন্দর্যের অধিকার ও সৌন্দর্যের দ্বিধাহীন প্রকাশে উৎসাহ দিয়ে আসছে। কিন্তু সেই সৌন্দর্যের প্রকাশে এখনও নারীদের নানা কটুক্তি আর অদ্ভুত সব মন্তব্য শুনতে হয়। অনেক ক্ষেত্রেই নিজেদের গুটিয়ে নেয় তারা, নানা দ্বিধায় ভোগে। এই সবকিছু পেছনে ফেলে সফলতার যাত্রায় এগিয়ে যেতে সকল নারীদের উৎসাহিত করতেই এই উদ্যোগ। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তাদের নিজস্ব অভিজ্ঞতার আলোকে নানা পেশায় নারীদের সৌন্দর্য ও সফলতা নিয়ে করা বিরূপ মন্তব্যের নানা দিক ও এর প্রতিকার প্রসঙ্গে আলোচনা করেন। উক্ত ইভেন্টে ‘লাক্স বোল্ডলি বিউটিফুল’ প্ল্যাটফর্মের উদ্দেশ্য ও ভবিষ্যত যাত্রা নিয়ে কথা বলেন লাক্স বাংলাদেশের ক্যাটাগরি হেড নাবিলা খান। তিনি জানান,আমাদের সমাজে অনেক নারী আছেন, যারা নিজেদের সৌন্দর্যের প্রতি সচেতন থেকেই মেধা, পরিশ্রম ও যোগ্যতা দিয়ে সব বাধাকে অতিক্রম করে যার যার কর্মক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি করেছেন। অথচ প্রতিনিয়ত তারা নানা বিরূপ মন্তব্যের শিকার হয়ে আসছেন। তাদের জীবনে এর প্রভাব এবং তা থেকে প্রতিকারের লক্ষ্যে সচেতনতা বৃদ্ধির প্রয়াসেই মূলত এ আয়োজন। তাদের সাফল্যের মন্ত্র দিয়ে অন্য নারীদের উৎসাহিত করাও এ প্ল্যাটফর্মের অন্যতম লক্ষ্য। ‘চলো দ্বিধা ভুলে, বলো মন খুলে’ এ স্লােগানকে সামনে রেখে ‘লাক্স বোল্ডলি বিউটিফুল’ প্ল্যাটর্মের একটি বিজ্ঞাপনচিত্র প্রদর্শনের মাধ্যমে আয়োজনটি শুরু করা হয়। অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, নৃত্যশিল্পী হৃদি শেখ, ইয়োগা প্রশিক্ষক আনিকা রাব্বানি, ডাক্তার আফরিন সুলতানা, গ্রামীণফোন এর হেড অফ রিটেইল পার্টনারশিপ সায়মা রহমান উক্ত বিজ্ঞাপনে স্ব স্ব ভূমিকায় নিজেদের উপস্থাপন করেন। আর এটি পরিচালনা করেছেন নির্মাতা সাবরিনা আইরিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাক্স

২৪ মার্চ, ২০১৮

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ