প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : ঈদের ছয় দিন আরটিভিতে রাত দশটায় প্রচার হবে, লাক্স নিবেদিত পাঁচটি ও লাইফবয় নিবেদিত একটিসহ ছয়টি বিশেষ নাটক। ঈদের দিন প্রচার হবে লাক্স নিবেদিত, হুমায়ুন আহমেদ এর নাটক আজ জরির বিয়ে। নাটকটি পরিচালনা করেছেন মেহের আফরোজ শাওন। অভিনয় করেছেন, সাফা কবির, তৌসিফ প্রমুখ। ঈদের ২য় দিন লাক্স নিবেদিত, নীল ঘুম। রচনা, মেজবাহ উদ্দিন সুমন, পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন। অভিনয়ে ইমন ও সারিকা। ঈদের ৩য় দিন লাইফবয় নিবেদিত কমেডি নাটক, আপনার গরুকে লাইক দিন। মারুফ রেহমানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন ইমেল হক। অভিনয় করেছেন, সামিয়া, তাষনুভা তিষা, আরফার, সিদ্দিক, হাসান মাসুদ প্রমুখ। ঈদের ৪র্থ দিন লাক্স নিবেদিত, ভালবাসার রঙ। রচনা মারুফ রেহমান, পরিচালনা করেছেন শহিদ উন নবী। অভিনয় করেছেন, আজাদ ও মারিয়া নূর। ঈদের ৫ম দিন লাক্স নিবেদিত, জোরা শালিক রচনা ও পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। অভিনয় করেছেন তিষা, ইরফান সাজ্জাদ প্রমুখ। ঈদের ৬ষ্ঠ দিন লাক্স নিবেদিত, তুমি না থাকলে। রচনা ও পরিচালনা করেছেন আসফাক নিপুন। অভিনয় করেছেন, ইরেশ যাকের, মেহজাবিন ও নিশো। এশিয়াটিক মাইন্ড শেয়ারের তত্ত¡াবধানে নির্মিত এই ছয়টি নাটকই স্বল্প বিরতির তাই দর্শক নাটকগুলো উপভোগ করবেন বলে আশা করছেন নির্মাতা ও কলাকুশলিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।