Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিহতদের পরিবারকে ১ লাখ টাকা করে দিলেন রেলমন্ত্রী

মন্দবাগে ট্রেন দুর্ঘটনা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০২০, ১২:০০ এএম

২০১৯ সালে ব্রাহ্মণবাড়িয়ার মন্দবাগ রেলস্টেশনে ট্রেন দুর্ঘটনায় নিহত ১৩ জনের পরিবারকে এক লাখ টাকা আর্থিক সাহায্য দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

গতকাল রোববার দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর রেল ভবনে নিহতদের পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। সহায়তাপ্রাপ্তদের আটজন হবিগঞ্জের, চারজন চাঁদপুরের ও একজন নোয়াখালীর। তন্মধ্যে হবিগঞ্জের চারজনের কোনো ওয়ারিশ আসেনি চেক নিতে। তাদের চেক হবিগঞ্জের জেলা প্রশাসকের কাছে পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী।

গত বছরের ১২ নভেম্বর ভোররাত পৌনে তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম ও সিলেট-চট্টগ্রাম রেলপথের মন্দবাগ রেলওয়ে স্টেশনে সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ও চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী তূর্ণা নিশীথা ট্রেনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় ১৭ জন নিহত ও ৫৪ জন আহত হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ