বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ট্রাকসহ একটি গাঁজার চালান আটক করেছে। এসময় পুলিশ ট্রাকের চালক ও তার সহকারীকে আটক করেছে।
জানা গেছে, গত শনিবার লালমনিরহাট জেলার হাতিবান্ধা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঢাকা মেট্রো-ট-১৪-৫৫৭৮ ট্রাকটি গোবিন্দগঞ্জে পৌঁছলে থানা পুলিশের একটি দল রাত ১০টার দিকে হীরক মোড় এলাকায় কৌশলে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে ট্রাকটি আটক করে। তল্লাসী চালিয়ে ট্রাকের হুডের ভিতর বিশেষ কায়দায় ৮টি ছোট বস্তায় রাখা প্রায় ৪০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এসময় পাবনা জেলার বেড়া উপজেলার রাকসা নতুন ভারাংগা গ্রামের কেরামত খাঁর ছেলে গাঁজা ব্যবসায়ী ও সরবরাহকারী ট্রাক চালক পলাশ খাঁ (২৮) ও তার সহকারী একই উপজেলার সোনাপদ্দা গ্রামের আব্দুল মতিনের ছেলে হেলপার নজিমুদ্দিন (২১) কে গ্রেফতার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মেহেদী হাসান জানিয়েছেন, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ হয়ে দীর্ঘদিন যাবত ট্রাকে অন্যান্য মালামাল পরিবহনের আড়ালে গাঁজার চালান দেশের বিভিন্নস্থানে সরবরাহ করে আসছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।