Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে এবার বার্ড ফ্লু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০২০, ১২:০১ এএম

নোভেল করোনাভাইরাস নিয়ে আতঙ্কের মধ্যেই এবার ভারতে মাথাচাড়া দিয়ে উঠেছে বার্ড ফ্লু। উড়িষ্যা পর কেরালাতেও এই ভাইরাসের খবর পাওয়া গেছে বলে দেশটির সংবাদমাধ্যম এই সময়ের খবরে বলা হয়েছে। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালাতে দু’টি পোলট্রি ফার্সে বার্ড ফ্লুর সংক্রমণ ঘটেছে। পরিস্থিতি মোকাবেলায় মুরগি এবং হাঁস মেরে ফেলার নির্দেশ জারি করেছে স্থানীয় প্রশাসন। যদিও এখনও উদ্বিগ্ন হওয়ার মতো কোনও পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে আশ্বস্ত করেছেন রাজ্যের দুই মন্ত্রী। কেরালার বন ও পশুপালন দফতরের মন্ত্রী কে রাজু বলেন, কোঝিকোড পুরসভার অন্তর্গত দু-টি এলাকার দু-টি পোলট্রি ফার্মে বার্ড ফ্লু ছড়িয়েছে বলে আশঙ্কা করা হচ্ছিল। সেখানকার নমুনা পরীক্ষার জন্য মধ্যপ্রদেশের ল্যাবে পাঠানো হয়েছিল। দুদিন আগে ওই রিপোর্ট রাজ্য সরকার হাতে এসেছে। রিপোর্টে ওই দুটি মুরগি খামারে বার্ড ফ্লু সংক্রমণের প্রমাণ পাওয়া গেছে। সংক্রমিত এলাকায় প্রশাসনের পক্ষ থেকে হাঁস এবং মুরগি মেরে ফেলা হবে জানিয়েছে ওই মন্ত্রী বলেন, ভাইরাস যাতে অন্যান্য এলাকায় ছড়িয়ে পড়তে না পারে সেজন্য পদক্ষেপ নেয়া হয়েছে। স্থানীয় প্রশাসনের বরাতে গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বার্ড ফ্লুর সংক্রমিত এলাকার এক কিলোমিটারের মধ্যে থাকা সব হাঁস এবং মুরগি মেরে ফেলা হবে। পরে সেগুলোকে মাটির গভীরে চাপা দেয়া হবে। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ