বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নেছারাবাদ উপজেলার কামারকাঠি গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে বসত ঘর পুড়ে ভস্মিভূত হয়েছে। শনিবার রাতে কামারকাঠি গ্রামের শাহজাহান মিয়ার ঘরের দ্বিতীয় তলায় ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ারসার্ভিসের একটি ইউনিট ও স্থানীয় লোকজন দুই ঘন্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়। সরেজমিনে গেলে শাহজান মিয়ার ছেলের বৌ শান্তা জানান, ঘরের দ্বিতীয় তলায় বিদ্যুতের শর্কসার্কিট থেকে আগুনের সূত্রপাত। কিছু বুঝে ওঠার আগে আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে। এলাকার লোকজন ছুটে এসে আগুন নেভাতে শুরু করেন। এরপর স্বরূপকাঠি ফায়ারসার্ভিসের একটি ইউনিট গিয়ে প্রায় ঘন্টা দুয়েক চেষ্টা করে আগুন নেভাতে স্বক্ষম হয়। ইতোমধ্যে ঘরে থাকা নগদ ১৫ হাজার টাকাসহ সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। স্বরূপকাঠি ফায়ারসার্ভিসের ইনচার্জ মো. আরিফুজ্জামান শেখ জানান, রাত সাড়ে ১০ টায় আগুন লাগে রাত ১০ টা ৫৫ মিনিটে থানার মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা আগুন নেভাতে স্বক্ষম হয়ে সব কিছু পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ৬ লক্ষঅধিক টাকা হবে বলে তিনি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।