মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সিরিয়ার রাজধানী দামেস্কের সঙ্গে হোমস প্রদেশের সংযোগ সড়কে একটি জ্বালানি ট্যাংকারের সঙ্গে দুটি বাসের সংঘর্ষে কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। এতে আরও ৭০ জন আহত হয়েছেন।
শনিবার ওই দুর্ঘটনার সময় হঠাৎ ব্রেক করায় পেছনে থাকা ১৫টি গাড়ি একটি অপরটিকে ধাক্কা মারে। খবর রাষ্ট্রীয় গণমাধ্যম সানা ও রয়টার্সের। স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ খালেদ আল-রাহমৌন বলেছেন, ট্যাংকারটির ব্রেক কাজ না করায় দুটি বড় বাস ও ১৫টি অন্য গাড়িতে ধাক্কা দেয় ট্যাংকারটি। বাস দুটিতে ইরাকি যাত্রী ছিলেন। উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছেন।
দুর্ঘটনার শিকার ব্যক্তিদের মধ্যে শিয়া ইরাকি তীর্থযাত্রী ছিলেন। যারা রাজধানীর নিকটবর্তী পবিত্র মাজারে গিয়েছিলেন বলে মনে করা হচ্ছে। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পবিত্র স্থানগুলো এই অঞ্চলের শিয়া তীর্থযাত্রীদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।