Inqilab Logo

বুধবার, ০৫ জুন ২০২৪, ২২ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খিলগাঁওয়ে দুই শিশু হত্যা, মায়ের বিরুদ্ধে বাবার মামলা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০২০, ২:৩৩ পিএম

রাজধানীর খিলগাঁও এলাকায় দুই কন্যা শিশুকে গলাকেটে হত্যার ঘটনায় শিশুদের মায়ের বিরুদ্ধে মামলা করেছে বাবা। শনিবার রাতে দুই শিশুর বাবা মোজাম্মেল হক বিপ্লব বাদী হয়ে মামলা করেন। খিলগাঁও থানার ওসি মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে মামলার পর পরই হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ ওই নারীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে শনিবার হাসপাতালে শিশুদের মা আখতারুন্নেসা পপি (৩৫) বাচ্চাদের হত্যার কথা গণমাধ্যমে স্বীকার করে।

শনিবার সকালে গোড়ানের একটি ভবনের চতুর্থ তলার এক ফ্ল্যাট থেকে দুই বোন মেহজাবিন আলভী (১২) ও জান্নাতুল ফেরদৌসের (৭) লাশ উদ্ধার করা হয়। আর শিশুদের মা আখতারুন্নেসা পপিকে (৩৫) দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিশু হত্যা

৫ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ