Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মঠবাড়িযায় গৃহবধূর লাশ উদ্ধার : স্বামী গ্রেফতার

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০২০, ১২:০১ এএম

পিরোজপুরের মঠবাড়িয়ায় পারিবারিক কলহের জের ধরে কুলসুম বেগম (২৫) নামে এক গৃহবধূ গত শুক্রবার দুপুরে চালের পোকা দমনের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে। মৃত্যুর ঘটনায় নিহত কুলসুম বেগমের মা ফিরোজা বেগম শুক্রবার রাতে বাদী হয়ে আত্মহত্যা প্ররোচনার অভিযোগে জামাতা সুমন মৃধা (৩৪)সহ ৪ জনকে আসামি করে মামলা করলে পুলিশ রাতেই সুমন মৃধাকে গ্রেফতার করে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার কচুবাড়িয়া গ্রামের কুদ্দুছ হাওলাদারের মেয়ে কুলসুম আক্তারের সাথে প্রায় ১০ বছর পূর্বে সাপলেজা গ্রামের হাবিব মৃধার ছেলে সুমন মৃধার বিয়ে হয়। তাদের ফাতিমা আক্তার সুমনা নামের ৭ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের কিছুদিন পর থেকে যৌতুকের দাবিতে প্রায়ই স্বামী সুমন স্ত্রী কুলসুমকে নির্যাতন করতো। এ নিয়ে সুমনের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা দায়ের করা হলে আপোষ-মিমাংসার শর্তে মামলা তুলে নেয়া হয়।
মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গতকাল শনিবার জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের স্বামী সুমন মৃধাকে গ্রেফতার করা হয়েছে।
সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ শুক্রবার রাতে পারিবারিক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি আঃ রাজ্জাক মল্লিককে (৩৮) ভগিরথপুর বাজার থেকে গ্রেফতার করেছে। রাজ্জাক উপজেলার বাঁশবুনিয়া গ্রামের মৃত. রাশেদ আলী মল্লিকের ছেলে।
থানা সূত্রে জানা যায়, ২০১৬ সালের একটি পারিবারিক মামালায় আসামি রাজ্জাককে পারিবারিক জজ আদালত ঢাকা এর বিচারক গত ২২ মে ২০১৮ তারিখ ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ গত শুক্রবার রাতে উপজেলার ভগিরথপুর বাজার থেকে সাজাপ্রাপ্ত আসামি রাজ্জাককে গ্রেফতার করে।
মঠবাড়িয়া থানার ওসি মো. মাসুদুজ্জামান জানান, গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত পলাতক আসামি রাজ্জাককে গতকাল শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ