Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ফটিকছড়িতে নিখোঁজ হওয়া যুবকের বিকৃত লাশ উদ্ধার!

ফটিকছড়ি উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২০, ৮:৩৮ পিএম

ফটিকছড়িতে নিখোঁজ হওয়া ইউনুস নামীয় এক যুবকের বিকৃত লাশ ছয় দিন পর উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (৭ মার্চ) দুপুর ২টায় উপজেলার লেলাং ইউপির ৩নং ওয়ার্ডের লালপুল সংলগ্ন লেলাংখাল থেকে বালি চাপা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
জানা যায়, সকাল ১১টার দিকে লেলাংখালের পাড় দিয়ে যাতায়াতকারী লোকজন খালে বালি চাপা দেয়া লাশের কিছু অংশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে থানার ওসি মোঃ বাবুল আকতারের নেতৃত্বে ওসি (তদন্ত) রবিউল হোসেনসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় দু’ঘন্টা চেষ্টা চালিয়ে খালের পানি ও বালি সরিয়ে লাশটি উদ্ধার করে। এ সময় লাশটি হাত-পা বাঁধা অবস্থায় ছিল। তার শরীরের পুরো অংশ বিকৃত হলেও পরণের জামা-কাপড় দেখে স্বজনরা লাশটি নিখোঁজ ইউনুসের বলে নিশ্চিত করে। তার বাড়ি উপজেলার সুন্দরপুর ইউপির আজিমপুর গ্রামে এবং সে চেয়ারম্যান শহীদুল আজম বাড়ীর জনৈক আবুল বশরের পুত্র। ৪ ও ৬ বছর বয়সী তার দু’টি পুত্র সন্তান রয়েছে। গত রোববার (১ মার্চ) রাতে ইউনুস উপজেলা সদরস্থ বিবিরহাট বাজারের উদ্দ্যেশ্যে ঘর থেকে বের হয়ে আর বাড়ী ফিরেনি। নিখোঁজের পর থেকে তার পরিবার সম্ভাব্য সব স্থানে খোঁজাখু্ঁিজ করেও সন্ধান পায়নি ইউনুসের এবং নিখোঁজ ডায়েরী করে থানায়। পুলিশও কোন হদিস পায়নি এতদিন; অবশেষে মিলেছে তার লাশ!
এ ব্যাপারে ফটিকছড়ি থানার ওসি বাবুল আকতার বলেন, আমরা লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। ঘটনাস্থল থেকে আমাদের টিম সম্ভাব্য সব আলামত জব্দ করেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ