Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বীকৃতি স্বরূপ জয়ার হাতে তুমি অনন্যা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২০, ৫:০৭ পিএম

ইতোমধ্যেই দুই বাংলার মানুষের মন জয় করে নিয়েছেন বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান। তারই স্বীকৃতি স্বরূপ এবার হাতে উঠল ‘তুমি অনন্যা ২০২০’।

শুক্রবার (৬ মার্চ) কলকাতার গায়েন মঞ্চে তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। জয়া সেখানে হাজির হন মা রেহনা মেহমুদকে নিয়ে। তার পাশে আরও ছিলেন কলকাতার তারকা আবির চ্যাটার্জি, নুসরাত জাহানসহ অনেকে।

জয়া বলেন, ‘নিঃসন্দেহে এটা ভালো লাগার বিষয়। বেশ সুন্দর আয়োজন। খুবই ভালো লাগছে এমন পুরস্কার পেয়ে।’

বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য নারীদের প্রদান করা হয় ‘তুমি অনন্যা ২০২০’ পুরস্কার। কলকাতার এই পুরস্কারটি বাংলাদেশিদের মধ্যে প্রথমবার পান উপমহাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী রুনা লায়লা।

এছাড়া এ পুরস্কারের মঞ্চে আলো ছড়িয়েছেন অভিনেত্রী শাবানা আজমি, বিদুষী গিরিজা দেবী, অপর্ণা সেন, ঊষা উত্থুপ, মমতা শঙ্কর, সাবিত্রী চট্টোপাধ্যায়, রচনা ব্যানার্জি, কোয়েল মল্লিক ও ডোনা গাঙ্গুলিসহ অনেক।

সর্বশেষ জয়া আহসান অভিনীত ‘রবিবার’ সিনেমাটি কলকাতায় মুক্তি পেয়েছে। এখানে প্রথমবারের মতো প্রসেনজিৎ চ্যাটার্জির বিপরীতে অভিনয় করেছেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জয়া


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ