Inqilab Logo

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ যিলহজ ১৪৪৫ হিজরী

সারাজীবন ‘মাশরাফি ভাই’ হয়েই থাকবেন : সাকিব

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০২০, ১২:০২ এএম

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে শেষবারের মতো অধিনায়কত্ব করলেন নামবেন মাশরাফি বিন মুর্তজা। দেশের ইতিহাসের অন্যতম সেরা এই অধিনায়কের বিদায়ে আবেগাপ্লুত হয়ে পড়েছে তার সতীর্থরা। বাদ জাননি সাকিব আল হাসানও। বিশ্বসেরা অলরাউন্ডার নিষেধাজ্ঞার কারণে ক্রিকেট থেকে দ‚রে থাকলেও মাশরাফির অধিনায়কত্ব ছাড়ার বিষয়টি মর্মাহত করেছে তাকে। ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে সাকিব লিখেছেন আবেগঘন এক বার্তা।
তিনি লিখেন, ‘আপনার (মাশরাফি) থেকেই শিখেছি গৌরব আর সম্মানের সাথে দেশের জার্সি পরে কিভাবে মাঠে লড়তে হয়। নি:সন্দেহে আমরা দারুণ কিছু সময় কাটিয়েছি মাঠে, কাটাবো সামনের দিনগুলোতেও। নিজের উদ্যমে যেভাবে আমাদের প্রেরণা দিয়েছেন আর প্রতিটা মুহ‚র্ত পাশে থেকে দল হিসেবে সামনে এগিয়ে যেতে সাহায্য করার ব্যাপারটা ভুলবোনা কখনোই।’
তিনি আরও লেখেন, ‘বিনয় আর সম্মানের সাথে টিম টাইগার্স আর প্রিয় জাতীয় পতাকাকে বিশ্বের বুকে উঁচিয়ে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। হয়তো আমাদের নেতৃত্বের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন কিন্তু আমাদের সবার প্রিয় ‘মাশরাফি ভাই’ হয়ে সারাটা জীবন থাকবেন আমাদেরই মাঝে।’
মাশরাফির পরবর্তী জীবন যেন আরও সাফল্যের ছোঁয়া পায়, তা নিয়ে আশা প্রকাশ করেন সাকিব, ‘সত্যিকারের নেতা এবং যোদ্ধা বলতে যা বোঝায় আপনি আমাদের কাছে তার দৃষ্টান্ত হয়ে থাকবেন সব সময়। বহু প্রতিবন্ধকতা সত্তে¡ও, আপনি উৎসাহ যুগিয়েছেন আমাদের। শিখিয়েছেন নিজেদের প্রতি বিশ্বাস রাখতে। সব সময়ই যেন আমাদের জন্য আপনার সেরাটা দিতে পারেন এই শুভকামনা জানাচ্ছি।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাকিব

২৯ অক্টোবর, ২০২২
১৩ অক্টোবর, ২০২২
৯ অক্টোবর, ২০২২
৮ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ