মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইদলিবে যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় সম্মত হয়েছে শক্তিশালী দুই দেশ তুরস্ক ও রাশিয়া। ইদলিবে তুর্কি বাহিনীর উপস্থিতি ও সিরিয়ার সীমান্ত লঙ্ঘনের কারণে গত বেশ কিছুদিন ধরে রাশিয়া এবং তুরস্কের মধ্যে মারাত্মক উত্তেজনা দেখা দেয়।
ইদলিব পরিস্থিতি নিয়ে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগান গতকাল (বৃহস্পতিবার) রাশিয়া সফরে গিয়ে মস্কোয় ভ্লাদিমির পুতিনের সঙ্গে তিন ঘন্টা বৈঠক করেন। এরপর দুই প্রেসিডেন্ট সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। এরদোগান সাংবাদিকদের বলেন, মধ্যরাত থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে। অন্যদিকে প্রেসিডেন্ট পুতিন বলেন, আমি আশা করি এই চুক্তির ভিত্তিতে ইদলিবের নিরাপদ অঞ্চলের সব ধরনের সামরিক তৎপরতা বন্ধ হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।