Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঠাকুরগাঁওয়ে ঘরে ঢুকে স্কুলছাত্রীকে হত্যা

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২০, ১২:০৩ এএম

ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নে ঘরের ভেতর থেকে শ্রাবণী রাণী রায় (১৫) নামে এক স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার রাতে ইউনিয়নের আশ্রমপাড়া এলাকায় ওই ছাত্রীর বাড়ির একটি ঘর থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত শ্রাবণী রাণী আশ্রমপাড়া এলাকার ভবেশ রায়ের মেয়ে। সে ঠাকুরগাঁও সিএম আইয়ুব বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত বুধবার রাতে স্থানীয়রা চেয়ারম্যানকে ফোন করে বিষয়টি জানায়। পরে ঘটনাস্থলে এসে তার গলাকাটা লাশ উদ্ধার করা হয়। তবে কি কারণে এই হত্যাকান্ড ঘটেছে সেটি বলা যাচ্ছে না। ঘটনার তদন্ত করছে পুলিশ।
আকচা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুব্রত কুমার জানান, ইউপি সদস্য খবর দিলে আমরা ঘটনাস্থলে আসি। পরে পুলিশকে খবর দেই। শ্রাবণী রাণীকে যখন হত্যা করা হয় তখন শুধু তার দাদা বাসায় ছিল। তার বয়স ৮৫ বছর তিনি অসুস্থ। আর তার মা ও বাবা দুজনেই বাড়ির বাইরে ছিল। হত্যাকারিরা ঠিক এ সময়টাতে শ্রাবণী রাণীকে হত্যার পর পালিয়ে যায়। এ ঘটনায় হত্যাকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করেছেন স্থানীয়রা। গতকাল বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্তের পর লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে সদর থানার ওসি মো. তানভিরুল ইসলাম ইসলাম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি। ময়নাতদন্তের পর হত্যার ক্ষত ও অন্যান্য বিষয়ে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় এখনো সদর থানায় কোনো মামলা হয়নি। তবে পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। হত্যাকারিদের আইনের আওতায় আনা হবে বলেও জানান ওসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্কুলছাত্রী


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ