প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর জানিয়েছেন, তিনি আর কখনোই দেশে ফিরবেন না। সালমানের অপমৃত্যুর সঙ্গে তার নাম জড়ানো, স্বামীর সংসার থেকে বিচ্ছেদসহ বিভিন্ন কারণে দেশে ফিরতে অনিহা এ অভিনেত্রীর। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন।
শাবনূর জানান, দেশে ফেরার কোনও ইচ্ছাই আমার আর নেই। কারণ একদিকে সুখে-শান্তিতে সংসার করতে পারলাম না। অন্যদিকে সম্প্রতি সালমানের অপমৃত্যুর সঙ্গে অনাকাক্সিক্ষত ও উদ্দেশ্যমূলকভাবে আমাকে জড়ানো হয়েছে। তাই দেশে ফিরে আর কী করব।
শাবনূর আরও বলেন, আমার ছেলে আইজানকে এখানকার স্কুলে ভর্তি করিয়েছি। তা ছাড়া এদেশে বেশকিছু ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যুক্ত আছি। তাই সিদ্ধান্ত নিয়েছি আর দেশে ফিরবো না
সালমান শাহর হত্যাকাণ্ডের সঙ্গে শাবনূরের সংশ্লিষ্টতার খবরের রেশ না কাটতেই সংসার ভাঙলো বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় এ চিত্রনায়িকার। স্বামী অনিক মাহমুদের সঙ্গে ডিভোর্স চেয়ে নোটিশ পাঠিয়েছেন তিনি। গত ২৬ জানুয়ারি নিজের সই করা তালাকের একটি নোটিশ উকিলের মাধ্যমে স্বামী অনিককে পাঠিয়েছেন শাবনূর।
স্বামী অনিককে তালাকের সিদ্ধান্তে এ অভিনেত্রী বলেন, ২০১২ সালের ২৮ ডিসেম্বর পারিবারিকভাবে বিয়ে করি আমরা। এর পরের বছর ২৯ ডিসেম্বর আমাদের ঘরে একটি পুত্রসন্তান আসে। কিন্তু অনিক আমার সন্তানকে দেখতে যায়নি। এরপর থেকে তার কাছে আমার সন্তানের কোনো গুরুত্ব দেখিনি। আর সহ্য না করতে পেরে নিরুপায় হয়ে ডিভোর্সের পথ বেছে নিয়েছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।