Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইমনকে নিয়ে নতুন সিনেমার কাজ শেষ করলেন মম

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০২০, ৬:১৪ পিএম

শোবিজের সব সাঁকোতেই সরব বিচরণ জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম’র। নাটকের পাশাপাশি সম্প্রতি শেষ করেছেন নতুন একটি চলচ্চিত্রের কাজ। যার শিরোনাম ‘আগামীকাল’। সিনেমাটি পরিচালনা করেছেন ‘অঞ্জন আইচ’। এ ছবিতে অভিনেতা ইমনের সঙ্গে জুটি বেঁধেছেন মম।

মম বলেন, চমৎকার একটি গল্পের ছবি ‘আগামীকাল’। এখানে বেশ অন্যরকম একটি চরিত্রে কাজ করেছি। ছবিটি নিয়ে আমি দারুণ আশাবাদী।

এদিকে এরইমধ্যে আসছে বৈশাখের দু’টি নাটকে অভিনয় করেছেন তিনি। নাটক দু’টি হচ্ছে- ‘এক বৈশাখী ভোরে’ এবং ‘বনলতা ও জোনাকির গল্প’। দু’টি নাটকে তিনি জুটি বেঁধেছেন মোশাররফ করিমের বিপরীতে। দু’টি নাটকই রচনা ও পরিচালনা করছেন সাগর জাহান।

মম বলেন, সাগর জাহান ভাই আমার প্রিয় নাট্যকার এবং নির্মাতাদের মধ্যে অন্যতম। তার গল্প ও পরিচালনায় নির্দ্বিধায় কাজ করতে পারি। বেশ যত্ন নিয়ে কাজ করেন তিনি। দু’টি নাটকেরই গল্প ভীষণ ভালো লাগার।

এ গ্ল্যামারকন্যাকে সর্বশেষ দেখা গেছে রায়হান রাফি পরিচালিত ‘দহন’ চলচ্চিত্রে। ২০১৮ সালে এটি মুক্তি পায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ