Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতীয় ভোটার কার্ডে কুকুরের ছবি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০২০, ৪:১৪ পিএম

ভারতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবার মামলা করতে যাচ্ছেন ভোটার আইডি কার্ডে নিজের নামের পাশে কুকুরের ছবিযুক্ত ভুক্তভোগী সুনীল কর্মকার। তিনি এটা দেখে রীতিমতো আতকে উঠেন। অবাক হয়ে ভাবছিলেন, এত বড় ভুল কীভাবে হতে পারে? কী করছিলেন দায়িত্বশীল কর্মকর্তারা? বিষয়টি যেমন লজ্জার, তেমনি অসম্মানজনকও। -হিন্দুস্থান টাইমস
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, প্রথমবার ভোটার কার্ডে বাবার নাম ভুল এসেছিল । একারণে সংশোধনের আবেদন করেছিলেন মুর্শিদাবাদের এ বৃদ্ধ। দু’দিন আগে সংশোধিত যে ভোটার কার্ড হাতে পান, তাতে বাবার নাম ঠিক হয়েছে। কিন্তু, তার ছবির জায়গায় এসেছে কুকুরের ছবি।
ভারতীয় নির্বাচন কমিশনের ওই বুথের দায়িত্বে ছিলেন বিএলও বিনয়চন্দ্র রায়। তিনি বলেন, ৬ জানুয়ারি সংশোধনের জন্য ফর্ম জমা দিয়েছিলেন সুনীল কর্মকার। পরে খসড়া তালিকায় ভোটারের ছবির জায়গায় কুকুরের ছবি দেখে আমাকে দ্রুত তার বাড়ি গিয়ে পাসপোর্ট সাইজের ছবি আনতে বলা হয়। আমি সেই ছবি এনে জমাও দিয়েছিলাম। তারপরও এত বড় ভুল কীভাবে হলো জানি না।
৬৩ বছরের ওই বৃদ্ধের অভিযোগ, তাকে অপমান করার জন্য ইচ্ছা করেই ভোটার কার্ডে কুকুরের ছবি ছাপা হয়েছে। তিনি বলেন, যারা আমার ভোটার পরিচয়পত্র দেখছে, তারাই ঠাট্টা করছে। এটি লজ্জাজনক। নির্বাচন কমিশনকে আমি আদালতে নিয়ে যাব।
এ বিষয়ে ফারাক্কার বিডিও রাজর্ষি চক্রবর্তী জানান, সুনীল কর্মকারের অভিযোগের তদন্ত হবে। তিনি নতুন ভোটার পরিচয়পত্র পাবেন। আর এই কাজে জড়িত কর্মীদের কারণ দর্শানোর নোটিশ দেয়া হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ