বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বরিশালের বাবুগঞ্জে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে দুইদিন আটক রেখে ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ধর্ষককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে। মামলা দায়েরের পর ধর্ষকের স্বজনরা মামলা প্রত্যাহার করে নেয়ার জন্য বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি অব্যাহত রেখেছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনার প্রতিবাদে গতকাল দুপুরের দিকে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নির্যাতিতা ছাত্রীর শিক্ষা প্রতিষ্ঠান জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বালিকা বিদ্যালয় এবং পার্শ্ববর্তী রহমতপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
রহমতপুর বাজার থেকে বিক্ষোভ মিছিল সহকারে ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর ব্রিজ বাসস্ট্যান্ডে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে আব্দুর রব সেরনিয়াবাত বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচএম জামিল হোসেনের সভাপতিত্বে বক্তারা গ্রেফতার মাদক ব্যবসায়ী ও স্কুল ছাত্রীর ধর্ষক পশ্চিম রহমতপুর এলাকার রনজিত মুখার্জীর পুত্র অভিজিৎ মুখার্জীর (২৫) ফাঁসির দাবি করেন। একই সাথে মামলা প্রত্যাহারের জন্য হুমকিদাতাদের গ্রেফতারের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দাবি জানান।
এয়ারপোর্ট থানা পুলিশ জানায়, গত ১ মার্চ সকালে স্কুলে যাওয়ার পথে অভিজিৎ মুখার্জী ষষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রীকে অপহরণ করে দুইদিন আটকে রেখে ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে গত সোমবার এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।