প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
লাক্স তারকা আজমেরী হক বাঁধনের নতুন ছবি ‘মারিয়া’। নারীপ্রধান একটি চলচ্চিত্র। ছবিতে নারীর শক্তি ও ক্ষমতাকে ইতিবাচকভাবে তুলে ধরা হবে বলে জানালেন তিনি। যদিও এ ছবি নিয়ে তেমন কিছু বলতে চাননি এ অভিনেত্রী। কারণ হিসেবে জানালেন পরিচালকের কড়া নির্দেশ, কিছুই বলা যাবে না।
বাঁধন বলেন, ‘এই ছবিতে কাজ করে আমার পুরো লাইফস্টাইল বদলে গেছে। লাক্স চ্যানেল আই সুপারস্টার আমাকে নতুন করে জন্ম দিয়েছিল। আর এই ছবিটি মুক্তির পর আমার আরেকবার জন্ম হবে।’
অভিনয়ের ব্যাপারে জানতে চাইলে অভিনেত্রী বলেন, ‘এই মুহূর্তে কোনও কিছু নিয়ে কথা বলতে চাচ্ছি না।’
বাঁধন জানান, গত বছরের অক্টোবর ও নভেম্বর মাসে ছবির শুটিং শেষ করেছেন তিনি। টানা দুই মাস শুটিং করতে তিনি ঢাকার বাইরে ছিলেন। শুটিং শুরুর আগে ছয় মাস মহড়া করেছেন।
‘মারিয়া’ নামের এই সিনেমাটি পরিচালনা করেছেন আবদুল্লাহ মোহাম্মদ সাদ। যিনি এর আগে ‘লাইফ ফ্রম ঢাকা’ সিনেমা পরিচালনা করে আলোচনায় এসেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।