প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সুলতান আলি খান (সালমান খান) ভারতের হরিয়ানা রাজ্যের একটি ছোট শহরের নামী কুস্তিগির। সে একসময় আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়ে যায়। এই সাফল্য তাকে স্বপ্ন দেখতে শেখায়। তার আশা সে একদিন অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করবে। অনেকে মনে করে তার এই স্বপ্ন এক ধরনের বাড়াবাড়ি ছাড়া কিছু নয়। সুলতানের শহরেরই এক নারী কুস্তিগির আরফা (আনুশকা শর্মা)। আরফাও বড় স্বপ্ন দেখে, তাই তার চেয়ে শক্তিশালী পুরুষ কুস্তিগিরদেরও সে চ্যালেঞ্জ করতে ছাড়ে না। আঞ্চলিক এই দুই মল্লযোদ্ধা তাদের খ্যাতির কারণেই একদিন মুখোমুখি হয়। সুলতান তার প্রতি আকৃষ্ট হয়। প্রাথমিক বাধার পর একসময় আরফাও সুলতানের প্রতি আকৃষ্ট হয়। তাদের দুজনের প্রত্যাশা আর স্বপ্ন একসময় এক হয়ে যায়। কিন্তু স্বপ্নের পথ যে সবসময় মসৃণ হবে তা তো নয়। পরম জয়ের আগে তো অনেকবার হোঁচট খেতে হতেই পারে। এরকম বিবেচনায় সুলতানকে অনেক বেশি মূল্যই দিতে হয়। কিন্তু একসময় সে আবার ফিরে দাঁড়ায়। তার হারানো মর্যাদা প্রতিষ্ঠার জন্য সে আবার কোমর বেঁধে নামে। কিন্তু, আবার প্রতিষ্ঠা পাবার জন্য সুলতান কি দেরি করে ফেলেছে? সব বাধা ঠেলে সে এগিয়ে যাবে বলে সে শপথ করে। বস্তুত তার হারাবার এখন আর কিছু নেই। জীবনকে ফিরে পেতে তাই সে তার নিজের জীবনটাকেই বাজি ধরে। সুলতানের নীতি হল : কুস্তি কোনও খেলা নয় এটি হল এর মাঝে যা আছে তার সঙ্গে যুদ্ধ করা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।