মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সামাজিক যোগাযোগের সকল মাধ্যম থেকে সরে যাওয়ার কথা ভাবছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নরেন্দ্র মোদি ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বাধিক জনপ্রিয় নেতাদের একজন। রোববার এক টুইট বার্তায় তিনি বলেন, ‘এই রোববার থেকে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ও ইউটিউবসহ সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট বন্ধ করে দেয়ার কথা ভাবছি। (এ বিষয়ে) আপনাদের জানিয়ে দেয়া হবে।’ এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়। তার নিজের দল বিজেপিরই অনেকের প্রশ্ন, ‘এরপর আমাদেরও ছাড়তে বলা হবে নাকি?’ মোদির উদ্দেশে পাল্টা টুইটে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, ‘ সামাজিক যোগাযোগ মাধ্যমে নয়, ঘৃণা ছাড়ুন।’ তাতে এক বিজেপি নেতার কটাক্ষ, ‘গান্ধী পরিবারের সমস্ত বিপ্লব তো টুইটেই। মোদির এই ইঙ্গিতে এমন প্রতিক্রিয়া স্বাভাবিক।’ মোদি এভাবে সরে যেতে চাওয়ায় অনেকের প্রশ্ন, তিনি তো সংবাদমাধ্যমের সামনে আসেন না। এবার সোশ্যাল মিডিয়া থেকেও সরে গেলে তার সঙ্গে যোগাযোগের উপায় কী হবে? এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।