Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিজেপি চাচ্ছে ভারতে শুধু তারা নিজেরাই থাকবে: মমতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২০, ১০:৫৪ এএম

বিজেপি দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছে বলে মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, বিজেপি চাইছে ভারতে তারা নিজেরাই শুধু থাকবে। অমিত শাহ আমাকে গালাগালি দিয়ে গিয়েছেন। ওরা গালাগালি দিলে বুঝি, আমি ঠিক পথে আছি।

সোমবার তৃণমূল কংগ্রেসের এক সভায় তিনি এসব কথা বলেন। খবর হিন্দুস্তান টাইমস ও আনন্দবাজার পত্রিকা। মমতা ব্যানার্জি বলেন, আমি অনেকের সঙ্গে কথা বলেছি, সবাই বলেছে দিল্লিতে দাঙ্গা নয়, এটা গণহত্যার পরিকল্পনার অংশ।

রোবাবার শহিদ মিনার ময়দানে সভায় ‘কোনও ভূমিপুত্রকে রাজ্যের মুখ্যমন্ত্রী’ করার কথা বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ। অমিত শাহর বক্তব্যের তীব্র প্রতিক্রিয়ায় মমতা পাল্টা তোপ দেগে শাহকে ‘গজুভাই’ সম্বোধন করে বলেন, ‘‘আমরা কি ভূমিপুত্র নই? তাহলে আপনি কি এনআরসি করে আমাদের দেশ থেকে তাড়াতে চান?’’

দিল্লিতে মুসলমানদের ওপর বিজেপি-আরিএসএসের নির্যাতন-নিপীড়নের তুমুল সমালোচনা করে মমতা বলেন, ‘আমি অনেকের সঙ্গে কথা বলেছি, সবাই বলেছে দিল্লিতে দাঙ্গা নয়, এটা গণহত্যার পরিকল্পনার অংশ’।

প্রসঙ্গত, দিল্লিতে ২৩ ফেব্রুয়ারি শুরু হওয়া হিন্দুত্ববাদী তাণ্ডবে ৪২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অধিকাংশই মুসলমান। নিহতদের মধ্যে ২১ জন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ আহতদের মধ্যে অনেকে এখনও ঝুঁকিমুক্ত নন। দৃষ্টিশক্তিও পুরোপুরি হারিয়ে ফেলেছেন অনেকে।



 

Show all comments
  • Sara Ahmed ৩ মার্চ, ২০২০, ১১:১৫ এএম says : 0
    Bharatiya Janata Party makes the great history in 2000 years.
    Total Reply(0) Reply
  • Sunrise. ৩ মার্চ, ২০২০, ১২:৩৯ পিএম says : 0
    Muslim cannot live with Hindus while they kill each other.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ