মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে রোযা রাখলেন কলকাতার পার্ক সার্কাসের প্রায় দুই শতাধিক মুসলিম নারী আন্দোলনকারী।সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কলকাতা সফরের প্রতিবাদে এমন কর্মসূচি পালন করলেন পার্ক সার্কাস রোডের এ আন্দোলনকারীরা। রোববার সন্ধ্যায় একত্রে ইফতার খেয়ে রোযা ভাঙেন তারা। -ইন্ডিয়া টাইমস, আনন্দবাজার
এমন ব্যতিক্রমধর্মী প্রতিবাদ সম্পর্কে আন্দোলনকারী এক নারী বলেন, অমিত শাহদের সিদ্ধান্তের প্রতিবাদেই আমাদের মেয়েরা পথে নেমেছিলেন। তাই রাজপথে রোযা রেখেই তাদের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানানো হলো। পার্ক সার্কাস রোডে অবস্থানের গতকাল ছিল ৫৫ তম দিন।
এর আগেও নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে এই অবস্থানের শুরু থেকেই রোযা রাখছিলেন সেখানকার অনেক নারী। আন্দোলনের প্রথম দিন থেকেই রোযা রাখা শফিকা হোসেন নামে ষাটোর্ধ নারী বলেন, তিন যুগ ধরে আমরা এই দেশে আছি। এখন হঠাৎ বলা হচ্ছে, নাগরিকত্বের কাগজ দেখাতে হবে। মরতে হলে আমরা এই দেশেই মরবো, তবুও দেশ ছেড়ে যাবো না কিংবা কাগজও দেখাবো না।
ব্যারাকপুরের ‘নো এনআরসি মুভমেন্ট’ এর এক সংগঠক বলেন, নাগরিকত্ব সংশোধনী আইনটি কেন্দ্র থেকে বাতিল না করা পর্যন্ত আমাদের এই প্রতিবাদ চলবে। শাহীনবাগ থেকে পার্ক সার্কাস, শান্তিপূর্ণ অবস্থানই আমাদের মুক্তির একমাত্র পথ।
পার্ক সার্কাস বিক্ষোভের উদ্যোক্তা আসমত জামিল বলেন, দিল্লিতে ঘটে যাওয়া সহিংসতার জন্য কারা দায়ী, সেটা সকলেই জানেন। সহিংসতা দমন করতে যারা ব্যর্থ হয়েছেন, তাদেরকে আমরা কলকাতায় মানি না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।