Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

৩৭০ অনুচ্ছেদ বাতিলের বিরুদ্ধে ও সাত বিচারপতির বেঞ্চে পাঠানোর আবেদন খারিজ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২০, ৫:৩২ পিএম

কাশ্মিরের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের বিরুদ্ধে ও সাত বিচারপতির বেঞ্চে পাঠানোর জন্য করা আবেদন খারিজ করে দিয়েছে ভারতের সুপ্রিমকোর্ট।

গতকালের এই রায়ে ভারতের সুপ্রিম কোর্ট বলেছেন, অনুচ্ছেদ ৩৭০ বাতিলের বিরুদ্ধে পেশ করা আবেদনগুলোর শুনানি হবে ৫ বিচারপতির বেঞ্চেই। -খবর হিন্দুস্তান টাইমস ও এনডিটিভি

আবেদনকারীরা মামলাগুলোকে বেশি সদস্যের বেঞ্চে পাঠানোর কারণ হিসেবে জানিয়েছিলেন, প্রেমনাথ কউল বনাম ১৯৫৯ সালের জম্মু-কাশ্মীর মামলা ও সম্পত প্রকাশ বনাম ১৯৭০ সালের জম্মু-কাশ্মীর মামলা। ৩৭০ অনুচ্ছেদের এই দুটি রায়ই পরস্পরবিরোধী। কিন্তু সোমবারের ঐ রায়ের মধ্য দিয়ে সুপ্রিম কোর্ট জানান, ৩৭০ অনুচ্ছেদের ঐ দুটি রায় পরস্পরবিরোধী নয়। উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি এই ৩৭০ অনুচ্ছেদ বাতিলের বিরুদ্ধে করা আবেদনগুলো ৭ বিচারপতির বেঞ্চে পাঠানো হবে কিনা, এমন বিষয়ে রায় স্থগিত রেখেছিলো ভারতের শীর্ষ আদালত।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ