Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হিংসা ছড়াচ্ছে বিজেপি, দল ছাড়লেন ভারতীয় অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২০, ৩:২৯ পিএম

ভারতীয় জনতা পার্টি (বিজেপি) থেকে বেরিয়ে এলেন অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়। তিনি জানিয়েছেন, সাম্প্রতিক পরিস্থিতি দেখে তিনি দলের প্রতি আস্থা হারাচ্ছেন। কপিল মিশ্রা কিংবা অনুরাগ ঠাকুরদের মতো অসামাজিক ও অমানবিক লোকদের সঙ্গে একদলে থাকাটা অন্তত আমার পক্ষে সম্ভব নয়। এমনটাই মন্তব্য করে বিজেপি ছাড়লেন টলিউড অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়। সাম্প্রতিক বিজেপির অসামাজিক কর্মকান্ড দেখে ক্ষুব্ধ হয়ে অভিনেত্রী অনেকটা তিক্ততা নিয়ে বিজেপির সদস্যপদ থেকে ইস্তফা দিলেন।

সাম্প্রদায়িক হিংসা, বিদ্বেষের ঘটনা এখন আমাদের দেশে প্রতিদিনের ঘটনা। মোদিজির সরকার মানুষকে যে প্রতিশ্রæতি দিয়ে ক্ষমতায় এসেছিল, তা থেকে অনেকটাই সরে এসেছে। এই সব নিয়ে অনেকদিন ধরেই একটা রাগ তৈরি হচ্ছিল সুভদ্রার। অবশেষে সিদ্ধান্তটা নিয়েই ফেললেন তিনি।

সুভদ্রা জানিয়েছেন, সিএএস ইস্যুতে এখন জ্বলছে দিল্লি। সাম্প্রদায়িক হিংসা ও বিদ্বেষ ছড়াচ্ছে দেশজুড়ে। দ্বিতীয়বার যখন সরকার তৈরি করেন নরেন্দ্র মোদি, তখন অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেগুলির সঙ্গে একমত হয়ে বিজেপিতে যোগ দেন এই অভিনেত্রী। কিন্তু বর্তমানে মোদি সরকার সেই প্রতিশ্রুতি থেকে অনেকটাই সরে এসেছে। তিনি একজন সাধারণ মানুষ হিসেবে দলের কিছু কর্মকান্ডের সঙ্গে একমত হতে পারছিলেন না। তাই বিজেপি সদস্যপদ থেকে ইস্তফা দেন তিনি।

অভিনেত্রী বলেছেন, তিনি যখন বিজেপিতে যোগ দিয়েছিলেন, ভেবেছিলেন মানুষ এবার তার প্রাপ্য সম্মান পাবে। কিন্তু আদতে তার বিন্দুমাত্র হচ্ছে না। সম্মানেরই যেন বড় অভাব। আজ দিল্লিতে যেভাবে হিংসা ছড়াচ্ছে, আগামিকাল যে কলকাতায় হবে না, এমন কেউ জোর দিয়ে বলতে পারে না। তখন কেউ ছাড়া পাবে না, সবাই হিংসার বলি হবে। আজ যেমন দিল্লিতে হচ্ছে। দিল্লিতে তো ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগিয়ে দেওয়া হচ্ছে। ভোটের আগে কলকাতায় যদি এমন ঘটনা ঘটে, তা হলে ঠেকাবে কে? আজ একটা সম্প্রদায় হুমকি দিচ্ছে, কাল অন্যরা দেবে। এভাবেই চলতে থাকবে।

কথা প্রসঙ্গে একটি গোপন তথ্য ফাঁস করেছেন সুভদ্রা। জানিয়েছেন, তাঁর মতো অনেকেই বিজেপির উপর ভীতশ্রদ্ধ। আজ তিনি ছেড়ে দিয়েছেন, কাল হয়তো অন্য কেউ দল ছেড়ে বেরিয়ে আসবে। তিনি বলেছেন, এই অবস্থার জন্য বহু তারকাই ক্ষুব্ধ হয়ে রয়েছেন। তাই যেকোনো দিন আরও অনেকেই বিজেপি ছাড়তে পারেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ