Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাড়ী নিয়ে প্রবেশের অনুমতি নেই বেনাপোল চেকপোস্টে আটকে গেল ভারতীয় প্রতিনিধি

বেনাপোল অফিস : | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২০, ১২:০১ এএম

বাংলাদেশে গাড়ী নিয়ে প্রবেশের যথাযথ অনুমতি না থাকায় ভারত থেকে মুৃজিববর্ষে যোগ দিতে আসা অটোমোবাইল এসোসিয়েশন অব স্টান ইন্ডিয়া নামের একটি প্রতিনিধি দলকে আটকে দিল বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ। এই প্রতিনিধি দলের স্পন্সরের দায়িত্বে ছিল ঢাকা ব্যাংক লি.।
ভারতের পশ্চিম বাংলা সরকারের সংসদ সাবেক সড়ক মন্ত্রী মদন মিত্র নের্তত্বে ৭১ সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল বিকালে ভারতের প্রেট্রাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের কাজ শেষে করে বেনাপোল চেকপোস্ট বাংলাদেশে প্রবেশ করে। প্রতিনিধি দলের প্রায় পঞ্চাশ জনের পার্সপোটের আগমনী সীল মারা হয়ে যায়। পরবর্তীতে চেকপোস্ট ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানতে পারে প্রতিনিধি দলের সাথে মোটর গাড়ী রয়েছে। কিন্তু গাড়ীর কোন অনুমোদন নেই। এসময় প্রতিনিধি দলকে জানিয়ে দেওয়া হয় অনুমোদনহীন গাড়ী নিয়ে বাংলাদেশে প্রবেশ করা যাবে না। এই রিপোর্ট লেখা পর্যন্ত প্রতিনিধি দলটি বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়নি। প্রতিনিধি দলটি নোম্যান্সল্যান্ড এলাকায় অবস্থান করছিল। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আহসান হাবিব জানান, গাড়ী নিয়ে বাংলাদেশে প্রবেশের অনুমতি না থাকায় প্রতিনিধি কে ভারতে ফিরে যেতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ