Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্যাট্রিয়ট নিয়ে যুক্তরাষ্ট্র তুরস্ক আলোচনা চলছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২০, ১২:০২ এএম

প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রসহ আরও নানা বিষয় নিয়ে তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, সিরিয়া ইস্যুতে প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে আমাদের বহু বৈঠক হয়েছে। আপনি যে বিষয়টির (প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র) কথা বলছেন, তা নিয়েও আমাদের আলাপ আলোচনা চলছে। এর আগে শনিবার কাতারের রাজধানী দোহায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ নিয়ে কথা বলেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। তিনি বলেন, আঙ্কারা চায় সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে তুরস্ককে সহায়তা দিতে ওয়াশিংটন যেন সেখানে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠায়। এই ইদলিবেই বিমান হামলা চালিয়ে ৩৩ তুর্কি সেনাকে হত্যা করে সিরিয়ার রাশিয়া ও ইরান সমর্থিত আসাদ বাহিনী। গত মাসেই মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানায়, রাশিয়া সমর্থিত আসাদ বাহিনীর হামলা থেকে তুরস্কের সুরক্ষা নিশ্চিতে সীমান্তে দুইটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানিয়েছে আঙ্কারা। সিরিয়ায় ৩৩ তুর্কি সেনাকে হত্যার পর উদ্ভ‚ত পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি তুরস্কের সঙ্গে সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ছে রাশিয়া ও ইরানের সমর্থনপুষ্ট সিরিয়ার আসাদ বাহিনী? এজন্যই নিজের সুরক্ষায় মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহে জোর দিচ্ছে আঙ্কারা? টিআরটি ওয়ার্ল্ড, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ