মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দখলদার ইসরাইলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকা থেকে ১২ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে। আটককৃতদের বিরুদ্ধে দখল প্রতিরোধ, বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে অভিযান চালানোর পরিকল্পনাসহ নানা অভিযোগ আনা হয়েছে। খবর আনাদোলুর। অন্যদিকে বৃহস্পতিবার ইসরাইলি কর্তৃপক্ষ গাজা ক্রসিং বন্ধ করার দুই দিনের মাথায় আবার তা খুলে দিয়ে মাছ ধরার জায়গা ১৫ মাইলে প্রসারিত করেছে। দখলদার বাহিনী জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতি পুনর্বিবেচনা করার পরে বৃহস্পতিবার সকালে থেকে করম আবু সালেম এবং বিট হানুন ক্রসিংগুলো খুলে দেয়া হয়েছে এবং মাছ ধরার অঞ্চলটি ১৫ মাইল সম্প্রসারিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রসঙ্গত, ইসরাইলি বাহিনী বাণিজ্যিক গতিবিধির অজুহাতে করম আবু সালেম ক্রসিং এবং গাজা উপত্যকায় সা¤প্রতিক আগ্রাসনের অজুহাতে জেলেদের জন্য সমুদ্রকে পুরোপুরি বন্ধ করে দিয়েছিল। অপরদিকে, দখলকৃত পশ্চিমতীরের বিভিন্ন এলাকায় ইহুদিবাদী ইসরাইলি সেনাদের গুলিতে অন্তত ২৬০ স্বাধীনতাকামী ফিলিস্তিনি আহত হয়েছেন। ইসরাইলি বসতি নির্মাণের প্রতিবাদে শনিবার পশ্চিমতীরে বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছেন ফিলিস্তিনিরা। খবর ফার্স নিউজের। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট এক বিবৃতিতে বলেছেন নাবলুসের দক্ষিণে অবস্থিত বিতা এলাকায় ইসরাইলি সেনারা বিক্ষোভকারীদের ওপর হামলা চালালে অন্তত ১৯১ ফিলিস্তিনি আহত হন। আনাদোলু, ফার্স নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।