Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঋতুচক্রে সচেতনতা বাড়াতে মিমির বিশেষ উদ্যোগ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২০, ৪:০০ পিএম

ঋতুচক্র ও মেয়েদের স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছেন অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী। তার যাদবপুর লোকসভা কেন্দ্রের অধীন বিভিন্ন স্কুলে নিরাপত্তার স্বার্থে ছাত্রীদের কারাতে, বক্সিং শেখানোর বিশেষ উদ্যোগ নিয়েছেন মিমি চক্রবর্তী। পাশাপাশি স্কুলে স্কুলে বসছে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন।

নারীদের যৌন সংক্রমণ ঠেকাতেই সাংসদ মিমি এই বিশেষ উদ্যোগ নিয়েছেন বলেই জানা যাচ্ছে। শুরু থেকেই যাতে মেয়েরা ঋতুচক্র নিয়ে উপযুক্ত শিক্ষা পান তিনি সেটাই চাইছেন।

মিমি চক্রবর্তীর উদ্যোগে সোনারপুর অতুলকৃষ্ণ বিদ্যায়তনে বৃহস্পতিবার বিকেলে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। এই আলোচনাসভায় সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মোট ২৬টি স্কুলের প্রতিনিধিরা ছাড়াও উপস্থিত ছিলেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক জীবন মুখোপাধ্যায়। ছিলেন সাংসদ মিমি চক্রবর্তীর আপ্তসহায়ক।

এছাড়া‌ও ছিলেন পুরমাতা সোনালী রায় ও এই প্রকল্পের কর্ণধার সুতনু ঘোষ৷ মিমির চক্রবর্তীর এই বিশেষ উদ্যোগকে 'সুকন্যা' প্রকল্পের অধীন আনা হয়েছে। বৃহস্পতিবারের আলোচনা সভায় নতুন করে বেশ কয়েকটি স্কুলের পক্ষ থেকে স্যানেটারি প্যাড ভেন্ডিং মেশিন বসানোর জন্য আবেদন জানানো হয়েছে বলে জানা যাচ্ছে৷

এদিকে সাংসদ মিমি চক্রবর্তীর 'সুকন্যা' প্রকল্পের অধীনে ইতোমধ্যেই তার লোকসভা কেন্দ্রের অধীনে বেশকিছু স্কুলে স্যানিটারি ভেন্ডিং মেশিন ইতিমধ্যেই বসে গিয়েছে বলে জানা যাচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টালিগঞ্জ

১৫ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ