Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিএএ প্রতিবাদে উত্তাল শিলংয়ে নিহত ৩, বন্ধ ইন্টারনেট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২০, ৩:৩৪ পিএম

সিএএ বিক্ষোভে উত্তাল মেঘালয়ের রাজধানী শিলং। নিহতের সংখ্যা বেড়ে হল ৩। গতকাল শনিবারই ২ জনের মৃত্যু হয়েছিল। এ দিন আরও একজনের মৃত্যু হল।

উত্তর-পূর্বাঞ্চলের ওই রাজ্যে বাংলাদেশ-সীমান্তবর্তী এলাকায় এখনও পর্যন্ত সিএএ-র প্রতিবাদী, খাসি স্টুডেন্টস ইউনিয়নের (কেএসইউ) কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। সিএএ-র বিরুদ্ধে ওই ছাত্র সংগঠনের একটি প্রচারসভার উপর শুক্রবার প্রথমে হামলা চালানোর অভিযোগ উঠেছে অনাদিবাসীদের একটি গোষ্ঠীর বিরুদ্ধে। তার পর দু’পক্ষের সংঘর্ষ শুরু হয়। মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে রাজ্যে।

যেখানে ঘটনাটি ঘটেছে, সেই পূর্ব খাসি পাহাড় জেলার শেলা বিধানসভা এলাকার ইছামতী গ্রামের অবস্থান রাজ্যের রাজধানী শিলং থেকে ৯০ কিলোমিটার দূরে। ঘটনার পর, শুক্রবার রাত থেকে কারফিউ জারি করা হয়েছে গোটা শেলায় এবং শিলংয়ের কিছু এলাকায়। শনিবার সকাল ৮টার পর কয়েক ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হয়েছিল। কিন্তু শান্তিশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা করে কারফিউ নতুন করে বলবৎ করা হয়েছে। শুক্রবার রাত ১০টা থেকে ৪৮ ঘণ্টার জন্য শেলায় মোবাইল ফোনে ইন্টারনেট পরিষেবা বন্ধ ও এসএমএসের পরিষেবা নিয়ন্ত্রণ করেছে প্রশাসন। আপাতত দিনে পাঁচটির বেশি এসএমএস করা যাবে না।

হামলায় আহত ছ’জনের মধ্যে এক জনের দেহে ছোরার আঘাত রয়েছে। সিএএ-বিরোধীদের পাশাপাশি জখম হয়েছেন কয়েক জন পুলিশকর্মীও। বেশ কয়েকটি বাস-সহ যানবাহনে ভাঙচুর চালানো হয়, আগুন ঘরিয়ে দেওয়া হয় একটি বাড়িতে। সব মিলিয়ে বাংলাদেশ সীমান্তবর্তী ওই তল্লাটে উত্তেজনা চরমে উঠেছে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কেএসইউয়ের নিহত সদস্যের নাম লুরশাই হাইনিউতা। খাসি জনজাতির ওই তরুণ চেরাপুঞ্জির বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তিনি মারা যান। নিহত আর এক জনের পরিচয় শনিবার রাত পর্যন্ত জানা যায়নি। তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, আহত ছ’জনের মধ্যে এক জন শনিবার মারা গিয়েছেন।

মুখ্যমন্ত্রী কনরাড সাংমা জানিয়েছেন, শেলার ঘটনার প্রভাব যাতে রাজ্যের অন্যত্র না-ছড়ায়, তা নিশ্চিত করতে রাজ্য সরকার সমস্ত রকম সতর্কতামূলক পদক্ষেপ করছে। শিলংয়ে সাংমা বলেন, 'কী ভাবে ওই রকম পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটা আমরা খতিয়ে দেখব। প্রয়োজনে কারফিউর সময়সীমা বাড়ানো হবে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মোবাইল ফোনে ইন্টারনেট পরিষেবা সাময়িক বন্ধ রাখা হয়েছে।’ রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, মোবাইলে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে পাঁচটি জেলায়। রাজ্য জুড়ে চূড়ান্ত সতর্ক করা হয়েছে পুলিশকে।

খাসি ছাত্র সংগঠন একদিকে সিএএ-র বিরুদ্ধে এবং অন্য দিকে ইনার লাইন পারমিট বা আইএলপি কার্যকর করার দাবিতে জনমত গড়ে তোলার উদ্দেশ্যে শুক্রবার ইছামতী গ্রামে সভা করছিল। অরুণাচল প্রদেশ, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুরের মতো রাজ্যে আইএলপি কার্যকর করা হয়েছে। আইএলপি হল, উত্তর-পূর্বাঞ্চলের ওই সব রাজ্যে প্রবেশের জন্য বিশেষ অনুমতি। আইএলপি কার্যকর করার জন্য মেঘালয় বিধানসভাও মাস চারেক আগে প্রস্তাব গ্রহণ করেছে। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ব্যাপারে প্রয়োজনীয় বিজ্ঞপ্তি এখনও জারি করেনি। সেই জন্য মেঘালয়ে আইএলপি বলবৎ করা যাচ্ছে না। এই নিয়ে শুক্রবার যখন খাসি স্টুডেন্টস ইউনিয়নের সভা চলছে, তখন আচমকা তাদের উপর অনাদিবাসীরা হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, হামলাকারীদের হাতে ছিল চপার ও লাঠি। সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিও ভাইরালও হয়েছে। আক্রমণে আহত হন কেএসইউয়ের বেশ কয়েক জন নেতা। তবে আচমকা ওই হামলার কারণ সম্পর্কে পুলিশ-প্রশাসন এখনও অন্ধকারেই আছে। সূত্র: ইকোনমিক টাইমস।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ