রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ কেএম লতীফ ইউনিস্টিটিউশনের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে অভিভাবকদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে। আগামীকাল ২ মার্চ নির্বাচন বানচালের অভিযোগ এনেছে অভিভাবক ও সাবেক শিক্ষার্থীরা। প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান ও ম্যানেজিং কমিটির সভাপতি আজিজুল হক সেলিম মাতুব্বরের বিরুদ্ধে আসন্ন ম্যানেজিং কমিটির নির্বাচন বানচালের পায়তারা ও অর্থ আত্মসাতসহ নানা অভিযোগ এনে তাদের অপসারণের দাবিতে গতকাল শনিবার সকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে অবিভাভক ও সাবেক শিক্ষাথীরা। পৌরভবন প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পৌরশহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা সম্মূখ সড়ক অবরোধ করে ঘন্টাব্যাপী এ সমাবেশ করে।
এ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আ.লীগ সদস্য মুক্তিযোদ্ধা মোস্তফা শাহালম দুলাল, উপজেলা আ.লীগ সহ-সভাপতি মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, আরিফ উল হক, সাবেক যুবলীগ সাধারণ সম্পাদক প্রভাষক জুলহাস শাহীন, সাবেক স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আলাউদ্দিন আল আজাদ, সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন, ছাত্রলীগ নেতা মশিউর রহমান মূর্তজা, তুষার মিলন প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।