Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতীয় পোশাকসহ আটক ৩

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৫ এএম

সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে ভারতীয় থ্রিপিসসহ ৩ জন আটক হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে সদর উপজেলার ভোমরা-কুলিয়া সড়কের একটি ব্রিজের ওপর থেকে থ্রি-পিসসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন ভোমরা গ্রামের নিমাই দাশের ছেলে বরুণ কুমার দাশ (২৬), পার কুখরালী গ্রামের সুধীর দাশের ছেলে হারান দাশ (২৩) ও আলিপুর গ্রামের আমজাদ আলীর ছেলে আদম আলী (২৭)।
গতকাল শুক্রবার সকালে র‌্যাব ৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. মোতাহার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের কাছ থেকে ৭০ পিস ভারতীয় থ্রি-পিস, মোবাইল ফোন, নগদ টাকা উদ্ধার করা হয়। এছাড়া মালামাল বহনকারী একটি থ্রি-হুইলার আটক করা হয়েছে। এ ব্যাপারে সদর থানায় মামলা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ