রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ময়মনসিংহের ফুলপুর থেকে ৪ বোনকে চাকরির প্রলোভন দেখিয়ে কৌশলে অপহরণ করার অভিযোগে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় বন্ধুরুপি পূর্ব পরিচিত ৩ প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।
ফুলপুর উপজেলার পূর্ববাখাই গ্রামের একই পরিবারের ৪ তরুণী গত ২২ ফেব্রুয়ারি নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তাদের সন্ধান না মিললে পরিবার ফুলপুর থানায় জিডি করেন। পরে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ ও ফুলপুর থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় মোবাইল ট্যাকিং এর মাধ্যমে ঘটনার ৫ দিন পর গত বুধবার রাতে গাজীপুরের শ্রীপুরের বেতজুড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করতে সক্ষম হন। পরে জানা যায় তাদের চাকরির প্রলোভন দেখিয়ে কৌশলে অপহরণ করা হয়েছিল। অপহরণ করার অপরাধে জড়িত থাকায় সজীব, আল আমিন ও হৃদয় নামে ৩ জনকে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে ২ জনের বাড়ি নকলা এবং আরেকজনের বাড়ি নান্দিনায়।
ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী জানান, ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনার সাথে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।