Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

দিল্লির ঘটনা জাতীয় লজ্জা : মনমোহন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বাতিলকে কেন্দ্র করে দিল্লিতে দাঙ্গার ঘটনাকে জাতীয় লজ্জা বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও অর্থনীতিবিদ মনমোহন সিং। ভারতীয় সংবাদমাধ্যম জানায়, বৃহস্পতিবার দিল্লির দাঙ্গার ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের কাছে স্মারকলিপি দেন প্রধান বিরোধী দল কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি সোনিয়া গান্ধী, মনমোহন সিং-সহ অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ। স্মারকলিপি দেওয়ার পরে প্রেসিডেন্ট ভবনের বাইরে উপস্থিত সাংবাদিকদের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, ‘গত চার দিন ধরে দিল্লির বুকে যে তান্ডব চলেছে, তা ভীষণ উদ্বেগের। দাঙ্গায় ৩৪ জনের মৃত্যু হয়েছে। প্রায় দু’শ বেশি মানুষ আহত হয়েছে। এই ঘটনা জাতীয় লজ্জা।’ তিনি আরো বলেন, দিল্লিতে হিংসা মোকাবেলায় কেন্দ্রীয় সরকার সম্প‚র্ণ ব্যর্থ। কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি সোনিয়া গান্ধী বলেন, দেশের নাগরিকের জীবন, স্বাধীনতা এবং সম্পত্তি রক্ষায় সুনিশ্চিত করতে প্রেসিডেন্টের কাছে আবেদন জানানো হয়েছে। দিল্লিতে দাঙ্গা বন্ধে ব্যর্থতার কারণে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ’র পদত্যাগ দাবি করেন তিনি। দাঙ্গার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন সিনেটররা। ২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী এলিজাবেথ ওয়ারেন বলেন, ‘ভারতের মতো গণতান্ত্রিক দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করা খুবই গুরুত্বপ‚র্ণ। কিন্তু মূল্যবোধ, ধর্মীয় স্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে আমরা যেন সত্যি কথাটা বলতে পারি। শান্তিপূর্ণ প্রতিবাদীদের উপরে চড়াও হওয়া কখনোই মেনে নেওয়া যায় না।’ রয়টার্স, টিওআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ