মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ভিভিআইপি হেলিকপ্টার কেনার চুক্তিতে দুর্নীতি হয়েছেÑ এ অভিযোগের কারণে ভারতের পাঁচ রাজ্য বিধানসভা নির্বাচনের মধ্যে প্রবল চাপে পড়ে গেছে কংগ্রেস। অভিযোগ উঠেছে, সাবেক ইউপিএ (ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স) সরকারের আমলে ইতালির অগুস্তাওয়েস্টল্যান্ড কোম্পানির কাছ থেকে ১২টি ভিভিআইপি হেলিকপ্টার কিনতে গিয়ে ঘুষ লেনদেন হয়েছে। আর এর সঙ্গে জড়িয়ে গেছে কংগ্রেসপ্রধান সোনিয়া গান্ধী এবং তার রাজনৈতিক সচিব আহমেদ প্যাটেলের নাম। যদিও এ অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন সোনিয়া গান্ধী। তারপরও বিজেপিসহ বিভিন্ন দলের সমালোচনার মুখে পড়েছে কংগ্রেস। এদিকে হেলিকপ্টার কেলেঙ্কারিতে ঘুষ নেয়ার অভিযোগ তুলে সোনিয়া-মনমোহন-আহমেদ প্যাটেলের বিরুদ্ধে এফআইআর করার আবেদন করেছেন এক আইনজীবী। তিনি কংগ্রেসের এই তিন শীর্ষ নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বৃহস্পতিবার সুপ্রিমকোর্টে একটি জনস্বার্থ মামলা করেছেন। আগামী সপ্তাহে এ মামলার শুনানি হতে পারে। এর আগে বুধবার বিষয়টি লোকসভায় উত্থাপন করেন বিজেপি এমপি সুব্রহ্মণ্য স্বামী। সুপ্রিম কোর্টে দায়ের করা ওই আবেদনে ইতালির আদালতের রায়ে যাদের নাম এসেছে তাদের বিরুদ্ধে এফআইআর করে তদন্তের দাবি করা হয়েছে। আইনজীবী এম এল শর্মা বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ মামলা, সেজন্য এ নিয়ে দ্রুত শুনানি হওয়ার প্রয়োজন রয়েছে। প্রধান বিচারপতি টিএস ঠাকুর, বিচারপতি আর ভানুমতি এবং বিচারপতি ইউ ইউ ললিতের সমন্বিত ডিভিশন বেঞ্চ ওই আবেদনটি তালিকভুক্ত করার নির্দেশ দেয়। সূত্রে প্রকাশ, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং আহমেদ প্যাটেলের বিরুদ্ধে জনস্বার্থ মামলা শুনানির জন্য গ্রহণ করা হয়েছে। কংগ্রেস নেতৃত্বাধীন সাবেক ইউপিএ সরকারের আমলে ভিভিআইপিদের জন্য ইতালির ফিনমেকানিকা গোষ্ঠীর অগাস্টাস ওয়েস্টল্যান্ড সংস্থা থেকে ১২টি হেলিকপ্টারের বরাত পেতে ঘুষ দেয়ার অপরাধে সংস্থার দুই কর্মকর্তার শাস্তি ঘোষণা করেছে মিলানের আদালত। আদালতের নথিতে বলা হয়েছে, ওই চুক্তির পেছনে ৪ জন রয়েছেন, এদের একজন ম্যাডাম গান্ধী ও অন্যজন এপি। মনে করা হচ্ছে, এই এপি হলেন সোনিয়ার রাজনৈতিক সচিব আহমেদ প্যাটেল। বিজেপির দাবি, হেলিকপ্টার সরবরাহের বরাত পেতে ইতালির সংস্থার কাছ থেকে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী থেকে শুরু করে মনমোহন সিং, আহমেদ প্যাটেল এমনকি দলের অন্য শীর্ষ নেতারা ঘুষ নিয়েছেন। যদিও কংগ্রেসের পক্ষ থেকে বিজেপির দাবিকে নাকচ করে দেয়া হয়েছে। কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী বলেছেন, অগুস্তাওয়েস্টল্যান্ড ইস্যুতে আমার লুকানোর কিছু নেই। সব অভিযোগই মিথ্যা। তাই আমি মোটেই ভয় পাই না। বিজেপিকে আক্রমণ করে কংগ্রেস সভানেত্রী বলেন, আমার নামে অভিযোগ করা হচ্ছে। কিন্তু প্রমাণ কোথায়? এসব কেবল আমার চরিত্র হননের চেষ্টা ছাড়া আর কিছু নয়। সম্প্রতি ইতালির মিলানের এক আদালত ইউপিএ সরকারের আমলে ওই হেলিকপ্টার কেনার চুক্তি নিয়ে অগুস্তার দুই কর্মকর্তার বিরুদ্ধে শাস্তি ঘোষণা করে। সেখানে বলা হয়েছে, ৩ হাজার ৬০০ কোটি রুপির ওই চুক্তির জন্য ২২৬ কোটি টাকা দিয়েছেন অগুস্তাওয়েস্টল্যান্ড কর্মকর্তারা। আদালতের নথিতে বলা হয়েছে, ওই চুক্তির পেছনে চারজন রয়েছেন, এদের একজন ম্যাডাম গান্ধী ও অন্যজন এপি। ধারণা করা হচ্ছে, এই ‘এপি’ হলেন সোনিয়ার রাজনৈতিক সচিব আহমেদ প্যাটেল। ওয়ান ইন্ডিয়া এবিপি, এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।