Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভাষণ এত দীর্ঘ যে বোঝা মুশকিল : মনমোহন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

শনিবার টানা ১৬০ মিনিট বাজেট বক্তৃতা দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সেই বক্তৃতা এতটাই দীর্ঘ যে বিষয়বস্তু নাকি বুঝেই উঠতে পারেননি প্রাক্তন প্রধানমন্ত্রী ড.মনমোহন সিং এদিন তিনি সংবাদমাধ্যমকে এমনটাই বলেছেন। তবে প্রাক্তন প্রধানমন্ত্রী মন্তব্য করতে না চাইলেও, অন্য কংগ্রেস নেতারা সমালোচনার সুরে বিঁধেছেন শনিবারের বাজেট বক্তৃতাকে। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি বলেন, ‘যুব সমাজের উন্নয়নের লক্ষ্যে কোনও দিশা নেই। শুধুই বুলি, কাজের কোনও কাজ প্রতিফলিত হয়নি।’ কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল বলেছেন, ‘২ ঘণ্টা ৪০ মিনিটের দীর্ঘ বাজেট বক্তৃতার দিশা নেই। কী করে ভারত ৫ ট্রিলিয়ন ডলার অর্থনীতি সমৃদ্ধ দেশ হবে তার কোনও দিকনির্দেশ নেই।’ এদিন বাজেটে করদাতাদের উদ্দেশে সুখবর দিয়েছেন অর্থমন্ত্রী। কমানো হয়েছে করদানের হার। পাশাপাশি ডিভিডেন্ড বিতরণ কর বিলোপ করেছেন নির্মলা সীতারমণ। এদিকে, গতবার অর্থমন্ত্রী ২ ঘণ্টা ১৭ মিনিট নিয়েছিলেন সংসদে প‚র্ণাঙ্গ বাজেট পেশ করতে। এবার বাজেট ২০২০ পেশ করতে গিয়ে সেই রেকর্ড ভাঙলেন বটে, কিন্তু তাঁকে ২ ঘণ্টা ৪৫ মিনিটের মাথায় বক্তৃতা থামাতে হল। টানা বাজেট পেশ করতে গিয়ে শনিবার হঠাৎ অস্বস্তি অনুভব করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বাজেট বক্তৃতার মাঝপথেই ঘামতে ঘামতে বেঞ্চে বসে পড়েন তিনি। অন্য মন্ত্রীদের দেখা যায় এগিয়ে এসে তাঁকে ক্যান্ডি খাওয়াতে। এনডিএ শরিক তথা শিরোমণি অকালি দলের সাংসদ তথা মন্ত্রী হরসিমরত কৌর বাদল অর্থমন্ত্রীকে জল এগিয়ে দেন। সামান্য সুস্থ বোধ করে তিনি লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে বলেন, ‘আর দুটো পাতা আছে। আমি শেষ করতে চাই।’ এনডিটিভি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ