Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

নতুন নাট্যদল থিয়েটার সাইকেলের আত্মপ্রকাশ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

নাট্যশিক্ষায় নিবেদিতপ্রাণ একদল তরুণের নতুন নাটকের দল ‘থিয়েটার সাইকেল’ এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। গত সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমন্ডল মিলনায়তনে দলটির আত্মপ্রকাশ ঘটে। উদ্বোধনের দিনে দলটি ‘থিয়েটার সাইকেল’ আমেরিকান নাট্যকার টেরি রোচি’র ‘রুটস্ অ্যান্ড উইংস’ নাটকটি প্রদর্শন এবং আলোচনা সভার আয়োজন করে। নাটকটির নির্দেশনায় ছিলেন মো. আব্দুর রাজ্জাক এবং শংকর কুমার বিশ্বাস। পাশাপাশি সমকালীন বিষয় নিয়ে আরো দুটি কনসেপচুয়াল পারফরম্যান্সও উপস্থাপন করা হয়। সবশেষে ‘থিয়েটার সাইকেল’ এর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সৈয়দ জামিল আহমেদ, অধ্যাপক ড. ইসরাফিল শাহীন, সহকারী অধ্যাপক শাহমান মৈশান, এশিয়াটিক ৩৬০ গ্রুপ অব কোম্পানিজ এর ভাইস চেয়ারপার্সন সারা জাকের এবং বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জেবুন নাসরীন আহমেদ ও নটরডেম ইউনিভার্সিটি বাংলাদেশের ভিসি প্রফেসর ড. প্যাট্রিক গ্যাফনে। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকসহ থিয়েটার, চলচ্চিত্র ও টেলিভিশন মিডিয়ার সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য থিয়েটার সাইকেল একটি অলাভজনক আর্টস অর্গানাইজেশন। বাংলাদেশে অবস্থিত এই সৃজনশীল অর্গানাইজেশনটি শুরু থেকেই পারফর্মিং আর্টস নিয়ে সামগ্রিক উপায়ে কাজ করছে। এই অর্গানাইজেশনটি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন শ্রেণির মানুষের জন্য পারফর্মিং আর্টস, বিশেষভাবে থিয়েটারকে, প্যানাসিয়া বা মহাঔষধ হিসেবে প্রয়োগ করার স্বপ্ন দেখে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: থিয়েটার

২৭ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ