Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক অনলাইন থিয়েটার ফেস্টিভ্যালে স্বপ্নদলের হরগজ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২২ জুন, ২০২১, ১২:০২ এএম

ভারতের পশ্চিমবঙ্গের স্বনামখ্যাত নাট্যসংগঠন ‘সবুজ সাংস্কৃতিক কেন্দ্র’ আয়োজিত চারসপ্তাহব্যাপী আন্তর্জাতিক ‘অনলাইন থিয়েটার ফেস্টিভ্যাল ২০২১’-এ প্রদর্শনের জন্য আমন্ত্রিত হয়েছে বাংলাদেশের নাট্যসংগঠন স্বপ্নদল প্রযোজনা জাহিদ রিপনের নির্দেশনায় নাট্যাচার্য সেলিম আল দীন রচিত নাটক ‘হরগজ’। ২৩ জুন বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় (ভারত সময় রাত আটটা) ‘সবুজ সাংস্কৃতিক কেন্দ্র’-এর ফেইসবুক পেজ ও ইউটিউিব চ্যানেল থেকে সম্প্রচার হবে ‘হরগজ’ প্রযোজনাটি। ২৮টি নাট্যপ্রযোজনায় সমৃদ্ধ এ আন্তর্জাতিক অনলাইন থিয়েটার ফেস্টিভ্যালে বাংলাদেশ ছাড়্ওা ইরান, ফ্রান্স, পাকিস্ত্ান ্এবং ভারতেরু বিহার, আসাম, ত্রিপুরা, দিল্লি, পুনে, দেরাদুন, রাজস্থান, উত্তর প্রদেশ ও পশ্চিমবঙ্গের নানাস্থানের দর্শকনন্দিত প্রযোজনা অন্তর্ভুক্ত রয়েছে। উল্লেখ্য, মানিকগঞ্জ জেলার হরগজ-এ সংঘটিত প্রলয়ঙ্করী টর্নেডোর অভিজ্ঞতা নিয়ে সেলিম আল দীন ‘হরগজ’ নাটকটি রচনা করেন। প্রযোজনাটির আলোক পরিকল্পনায় রয়েছেন ঠান্ঠু রায়হান, মঞ্চ পরিকল্পনায় ফজলে রাব্বি সুকর্ন এবং প্রযোজনা-ব্যবস্থাপনায় রয়েছেন শিশির সিকদার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অনলাইন থিয়েটার ফেস্টিভ্যাল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ