Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্রæপ থিয়েটার ফেডারেশানের চেয়ারম্যান নির্বাচিত হলেন লিয়াকত আলী লাকী

| প্রকাশের সময় : ৭ মে, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: বাংলাদেশ গ্রæপ থিয়েটার ফেডারেশানের ত্রি-বার্ষিক নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন লোকনাট্য দল (সিদ্ধেশ্বরী)-এর লিয়াকত আলী লাকী এবং সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন ঢাকা থিয়েটারের কামাল মাহমুদ। ২৩২ জন ভোটারের মধ্যে লিয়াকত আলী লাকী পেয়েছেন ১৩৮ ভোট ও নিকটতম প্রতিদ্ব›দ্বী নাট্যকেন্দ্রের ঝুনা চৌধুরী পেয়েছেন ৯৪ ভোট। ১২৭ ভোট পেয়ে কামাল বায়েজীদ সেক্রেটারী জেনারেল নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী সময় নাট্যদলের আক্তারুজ্জামান পেয়েছেন ১০৩ ভোট। গত শুক্রবার রাত ১টা ১০ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার নাট্যজন এস এম মহসীন এই ফলাফল ঘোষণা করেন। কোন রকমের বিশৃঙ্খলা ছাড়াই সকাল ১০টা ২০ মিনিট থেকে একটানা দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে ২৩২ জন ভোটার ভোট দেন। এবারের নির্বাচনে ৫৩টি পদে ৮০জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করে। এর মধ্যে বরিশাল বিভাগীয় সভাপতিমন্ডলীর শুভংকর চক্রবর্তী ও ময়মনসিংহের শাহাদাত হোসেন খান হীলু, কেন্দ্রীয় পরিষদ সদস্য বরিশালের সৈয়দ দুলাল ও মোঃ মিজানুর রহমান মিজান এবং ময়মনসিংহের শরীফ মাহফুজুলহক, বিভাগীয় সাংগঠনিক পদে বরিশালের বাসুদেব ঘোষ ও ময়মনসিংহের আজহার হাবলুসহ এই ৭ জন প্রার্থী বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন। ফেডারেশানভুক্ত ২৩৩টি নাট্যদল থেকে প্রতি দল থেকে একজন প্রতিনিধি ভোটাধিকার প্রয়োগ করে। তবে বগুড়ার করতোয়া নাট্যদল প্রতিনিধি সংকট নিয়ে সৃষ্ট জটিলতার কারণে ভোটাধিকার থেকে বাদ পড়ে। এস এম মহসীনের নেতৃত্বে চার সদস্যের নির্বাচন কমিশন এ নির্বাচন পরিচালনা করেন। সভাপতিমন্ডলীর নির্বাচিত কেন্দ্রীয় সদস্য হলেন অনন্ত হিরা ও লাকী ইনাম। সভাপতিমন্ডলীর বিভাগীয় নির্বাচিত সদস্যরা হলেন ঢাকা বিভাগের উত্তম কুমার সাহা, চট্টগ্রামের মোসলেম উদ্দিন সিকদার, রাজশাহীর আব্দুল মোমিন বাবু, রংপুরের রাজ্জাক মুরাদ, খুলনার মোঃ নাজিম উদ্দিন জুলিয়াস, সিলেটের অনিরুদ্ধ কুমার ধর শান্তনু। এছাড়া সহকারী সেক্রেটারী জেনারেল পদে নিবার্চিত হয়েছেন থিয়েটার আর্ট ইউনিটের চন্দন রেজা, অনুষ্ঠান সম্পাদক লোকনাট্য দল (বনানী)-এর কামরুন নূর চৌধুরী, অর্থ-সম্পাদক রফিক উল্লাহ সেলিম, দপ্তর সম্পাদক খোরশেদুল আলম, প্রকাশনা সম্পাদক মাসুদ পারভেজ মিজু, হাফিজুর রহমান সুরুজ, প্রশিক্ষণ সম্পাদক অভিজিৎ সেনগুপ্ত, প্রচার সম্পাদক মাসুদ আলম বাবু, তথ্য ও গবেষনা সম্পাদক আব্দুল হালিম আজিজ, আন্তর্জাতিক সম্পাদক ড. চঞ্চল সৈকত, সাংগঠনিক সম্পাদ ( ঢাকা মহানগর) তপন হাফিজ। বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরা হলেন ঢাকার রফিকুল ইসলাম মোল্লা, চট্টগ্রামের সাইফুল আলম, রংপুরের তারিকুজ্জামান তারেক, খুলনার শরীফ খান, সিলেটের মোহাম্মদ জালাল উদ্দিন রুমি। রাজশাহীর মোঃ আব্দুল হান্নান ও কামার উল্লাহ সরকার কামাল সমপরিমান ভোট পাওয়াতে এই পদটি টাই করা হয়েছে। এই পদটির বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: থিয়েটার

২৭ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ