Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

নাট্যকর্মী নিচ্ছে থিয়েটারিয়ান

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০২১, ১২:০৫ এএম

‘হয়ে যান থিয়েটারিয়ান’ এই স্লােগান নিয়ে নাট্যশিল্পী নিচ্ছে নাট্যদল থিয়েটারিয়ান। আগামী ১৬ ডিসেম্বর দলটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ দিনব্যাপী একটি কর্মশালার আয়োজন করেছে তারা। পাশাপাশি নতুন নাটকে অভিনয় করতে আগ্রহী ব্যক্তিদের আহ্বান করা হয়েছে। কর্মশালাটি চলবে আগামী ১০ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর। প্রশিক্ষক হিসেবে থাকবেন দেশের স্বনামধন্য নাট্যজন মামুনুর রশীদ, আতাউর রহমান, শিমুল ইউসুফ, তারিক আনাম খান, রহমত আলী, মাসুম রেজা, শহীদুজ্জামান সেলিম, আজাদ আবুল কালাম, মোহাম্মদ আলী হায়দার, মোশারফ করিম, আশিকুর রহমান লিয়ন, শিশির রহমান, মজুমদার বিপ্লব, ধীমান চন্দ্র বর্মণসহ আরও অনেকে। আবেদনপত্র সংগ্রহ ও জমা করা যাবে, চিলেকোঠা বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সংস্কৃতি বিকাশ কেন্দ্র পরীবাগ থেকে আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত। (যোগাযোগ- ০১৮৪৪৯২৬০১০, ০১৮৪৪৯২৬০১১)। নিজস্ব চিন্তা-চেতনায় সময় উপযোগী ও সৃজনশীল ভাবনা নিয়ে দলটি কাজ করছে।গণতান্ত্রিকভাবে পরিচালিত হওয়ার লক্ষ্যে দলটি সর্বদা ব্রত। নাটক মঞ্চায়নের ক্ষেত্রে শুধু সংখ্যা নয়, প্রাসঙ্গিকতা, উপস্থাপনশৈলী, সুস্থ বিনোদন ও শিল্পমানকে প্রাধান্য দিচ্ছে দলটি। এর ওপর ভিত্তি করে নতুন নাটক মঞ্চে আনার লক্ষ্যে কাজ করছে। নতুন মুখ ও তরুণ প্রজন্মকে মঞ্চনাটকে আগ্রহী করতেই দলটির এই উদ্যোগ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: থিয়েটারিয়ান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ