রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
উপজেলার ডৌয়াতলা গ্রামের আবিদা আক্তার নামে দুই বছরের এক কন্যা শিশুকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে গুরুতর জখম করেছে শিশুটির দাদা আ. মান্নান পহলান (৭৫)। শিশুটি অভিযুক্ত মান্নান পহলানের ছেলে মো. মজিবর পহলানের একমাত্র সন্তান। গত বুধবার দুপুরে এ ঘটনাটি ঘটে। বামনা থানা পুলিশ তাৎক্ষণিক দাদা মন্নান পহলানকে আটক করে থানায় নিয়ে আসে এবং ঘটনাস্থল থেকে একটি ধারালো দা উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মজিবর পহলানের পিতা মান্নান পহলান একজন মানসিক রোগী। ঘটনার সময় দুপুরে শিশুটির দাদা মান্নান পহলান ডৌয়াতলা বাজারে নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানটি বন্ধ করে দুপুরের খাবার খেতে বাসায় যায়। এসময় শিশু আবিদা ঘরে ঘুমে ছিলো। শিশুটির মা তখন রান্না ঘরে গেরস্থলীর কাজে ব্যস্ত থাকার সুযোগে একটি ধারালো দা দিয়ে তিনটি কোপ দেয়। শিশুটির চিৎকারে আশপাশের সবাই এসে পড়ে তাকে দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। শিশুটির অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।