Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদক ইভটিজিং দুর্নীতিমুক্ত লালপুর গড়তে শপথ

লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৩ এএম

লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী বলেছেন, মাদক, ইভটিজিং ও দুর্নীতিমুক্ত সুন্দর লালপুর গড়তে চাই। খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসাসহ আমরা সকল ক্ষেত্রে উন্নয়ন করেছি। এখন আমাদের স্বভাব ও আচরণের পরিবর্তন করতে হবে। তিনি আরও বলেন, সোনার বাংলায় আমার মেয়ে, আমার বোন কেনো অন্যের দ্বারা যৌননির্যাতনের শিকার হবে, আমার সন্তান কেনো মাদক সেবন করে শেষ হয়ে যাবে এটা হতে দেয়া যাবে না। মাদক, ইভটিজিং, যৌন নির্যাতন ও দুর্নীতি বন্ধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক-অভিভাবকসহ সমাজের সর্বস্থরের জনগনকে সচেতন হতে হবে, সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহব্বান জানান তিনি। গত বুধবার বিকেল ৫টার সময় লালপুর উপজেলা পরিষদের আয়োজনে, উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ও জাইকা বাংলাদেশের সহযোগিতায় ওয়ালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মাদক, জঙ্গিবাদ ও যৌন হয়রানী বিরোধী ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্যে লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী এ কথা বলেন।
লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির সভাপতিতে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান মাস্টার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উমিরুল ইসলাম, উপজেলা স্থানীয় সরকার বিভাগ (জাইকা প্রকল্প) অফিসার কাজী রাশেদ শিমুল, লালপুর থানা আ.লীগের যুব ও ক্রীড়া বিষয়াক সম্পাদক মুস্তাফিজুল আলম, ওয়ালিয়া হাকিমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রাকিব হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীদের মাদক, জঙ্গিবাদ ও যৌন হয়রানী বিরোধী শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি। এ সময় ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের সকল সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক, মসজিদের ইমামসহ এলাকার নেতত্বৃস্থানীয় ব্যাক্তি ও সুধিজনেরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদক

২২ অক্টোবর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ