প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
চলচ্চিত্র নির্মাতা সাইফ চন্দনের চলচ্চিত্র ‘ওস্তাদ’এ যুক্ত হলেন আনিসুর রহমান মিলন ও রাহা তানহা খান জুটি। যদিও ছবিটির কাজ প্রায় শেষের দিকে। এ সিনেমায় জুটি বেঁধে কাজ করছেন রোশান-উষ্ণ। এরই মাঝে নতুন জুটির নাম ঘোষণা দিলেন নির্মাতা।
জানতে চাইলে সাইফ চন্দন বলেন, ‘ছবির অন্যতম চমক হিসেবে থাকছেন তারা। আমার এই ছবিতে যে মিলন ভাই আর রাহা জুটিও অন্যতম চরিত্রে আছেন- সেটি এতদিন চেপে রেখেছি। সেটিই এখন ঘোষণা দিলাম। তাছাড়াও ছবিটি মুক্তির পর দর্শকরাও দেখবেন, এই জুটি আমার ছবিটাতে কতটা প্রভাব বিস্তার করে আছে। আমি দুজনকে সেভাবেই তুলে ধরবার চেষ্টা করেছি।’
এ প্রসঙ্গে আনিসুর রহমান মিলন বলেন, ‘আমার চরিত্রটি বেশ আলাদা। পরিবার ও ক্ষমতার স্বার্থের জন্যে সে যে কাউকে ঝুলিয়ে দিতে পারে। অদ্ভুত সুন্দর একটি গল্প।’
এদিকে রাহা তানহা বলেন, ‘মিলন ভাইয়ের সঙ্গে এটাই আমার প্রথম কাজ। অনেক বড় মাপের একজন অভিনেতার সাথে কাজ করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি।’
রোশান, উষ্ণ, আনিসুর রহমান মিলন ও রাহা তানহা খান ছাড়াও ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাসকিন, রাজ রিপা, যুবরাজ, শানু শিবা, ডন, সিনহা, অলংকার, মিমি, স্বাধীন, সাইফ, কামাল, তানভীর, আরিফ, আনোয়ারসহ অনেকেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।