গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজাধানীর সায়েন্স ল্যাবরেটরির সামনে ঢাকা সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় ঢাকা কলেজের পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন।
সংঘর্ষের পর আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ছাত্রদের দেখতে এসে ঢাকা কলেজের অধ্যক্ষ নেহাল আহমেদ জানান, সংবাদ পেয়ে আমার ছাত্রদের দেখতে এসেছি। কলেজ ছুটির সময় বাসায় ফেরার পথে সিটি কলেজের সামনে তারা হামলার শিকার হয় বলে জানতে পেরেছি। এতে আমার ৫ ছাত্র আহত হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
আহতরা হলেন, ঢাকা কলেজের প্রথম বর্ষের ছাত্র, নেহাল (১৭), তানভীর (১৭), সাফিয়ান (১৭), সোয়াত (১৭) ও মোহাম্মদ রাহাত (১৭)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।