Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

থমথমে দিল্লি, নিহতের সংখ্যা বেড়ে ২৮

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ১০:৫৫ এএম

ভারতের রাজধানী দিল্লি থমথমে। নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ)-এর সমর্থনকারী ও বিরোধিতাকারীদের মধ্যে সংঘর্ষ থেকে সেখানে দাঙ্গা সৃষ্টি হয়েছে। মুসলিমদের মসজিদ, বাড়িঘর, দোকানপাট পুড়িয়ে দেয়া হয়েছে। লুটপাট হয়েছে। এ সময় পুলিশ দর্শকের ভূমিকায় ছিল বলে অভিযোগ উঠেছে। গতকাল নিহতের সংখ্যা ২৪ থাকলেও আজ বৃহস্পতিবার সে সংখ্যা দাঁড়িয়েছে ২৮। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ।

এতে বলা হয়েছে, বৃহস্পতিবারও দিল্লিতে উত্তেজনা বিরাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শীর্ষ স্থানীয় বেশ কিছু রাজনৈতিক নেতা সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন। অন্যদিকে পরিস্থিতি নজরদারি করতে নয়া দিল্লির উত্তর-পূর্ব এলাকার বিভিন্ন স্থানে ফ্লাগ মার্চ করেছে নিরাপত্তা রক্ষাকারীরা। তাদেরকে সঙ্গে রায়ট গ্যাস ও ব্যাটন বা লাঠি রাখতে বলা হয়েছে। দিল্লিতে নতুন নিয়োগ দেয়া হয়েছে পুলিশের স্পেশাল কমিশনার এসএন শ্রীবাস্তবকে। তিনিও উত্তর-পূর্বের সহিংসতাকবলিত এলাকার পরিস্থিতি আমলে নিয়েছেন। জাফরাবাদ, মৌজপুর-বাবরপুর, গোকুলপুরি, জোহরি এনক্লেভ এবং শিব বিহার সহ বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে নিরাপত্তা রক্ষী। বুধবার সন্ধ্যায় ওইসব এলাকা পরিদর্শন করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও তার উপমুখ্যমন্ত্রী মানিশ সিসোদিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ